E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পাংশায় এহসান সমবায় সমিতির ২ কর্মকর্তা জেলে

২০১৭ মার্চ ৩০ ১৫:০৪:১৫
পাংশায় এহসান সমবায় সমিতির ২ কর্মকর্তা জেলে

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় এক বছরে  এহসান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ও আরবান ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামের দু’টি সংস্থা তাদের কার্যক্রম বন্ধ করে প্রায় এক হাজার গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন।

এর মধ্যে এহসান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ম্যানেজার আরিফ মোল্লা ও অফিস প্রধান বিল্লাল হোসেনের বিরুদ্ধে রাজবাড়ীর বিজ্ঞ ২নং আমলী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মিস পি নং ২৬৮/১৬, ধারা ৪১৮/৪০৬ দ.বি.। তাং ১৮/৯/২০১৬।

এ মামলায় উল্লেখিত ২জন আসামী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউপির বিলধামু গ্রামের মৃত আত্তাব মোল্লার ছেলে আরিফ মোল্লা ও একই ইউপির বাকশাডাঙ্গা গ্রামের হামিদ শেখের ছেলে বিল্লাল হোসেন বর্তমানে রাজবাড়ী জেল হাজতে আটক রয়েছেন।

গত মঙ্গলবার ২৮ মার্চ বিজ্ঞ আদালতে জামিনের জন্য হাজির হলে বিজ্ঞ আদালত তাদেরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

মামলার বাদী আবু তাহের মিয়া আরো জানান, মামলার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রাজবাড়ী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালককে বিজ্ঞ আদালত থেকে নথি পাঠানো হয়। রাজবাড়ী জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস তদন্ত পূর্বক গত ফেব্রুয়ারী মাসে বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্ট প্রদান করেন। তদন্ত প্রতিবেদনে বিবাদীদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সঠিক মর্মে মতামত উল্লেখ করা হয়েছে। বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের পর গত ৬মার্চ বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট দেন। আসামীরা গত মঙ্গলবার বিজ্ঞ আদালতে জামিনের জন্য হাজির হলে বিজ্ঞ আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন বলে জানা গেছে।

এছাড়া গত ১মাসের বেশী সময় ধরে পাংশা শহরস্থ আরবান ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র কার্যালয় বন্ধ রয়েছে। গ্রাহকদের মোটা অংকের টাকা আত্মসাৎ করে কর্মকর্তারা লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গ্রাহকরা সঞ্চয় ফেরত পেতে আরবান সমিতির রাজবাড়ী কার্যালয় ও পাংশা সমবায় অফিসে ধর্ণা দিচ্ছেন। ইতিমধ্যে আরবান ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য শরিফুল ইসলাম তার সঞ্চয়ের ৮০ হাজার টাকা ফেরত পেলেও অন্যান্য সদস্যরা এখনো তাদের সঞ্চয়কৃত টাকা ফেরত পান নাই। এক বছরের মধ্যে এহসান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এবং আরবান ব্যবসায়ী সমবায় সমিতি নামের দুটি সংস্থার কর্মকর্তারা গ্রাহকদের টাকা নিয়ে লাপাত্তা হলেও এ ঘটনায় পাংশা উপজেলা সমবায় অফিসের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত কারণে লাপাত্তা হওয়া সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না সমবায় বিভাগের কর্মকর্তারা। উভয় সমিতির ক্ষতিগ্রস্ত সদস্যরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।

এ ব্যাপারে গত বুধবার দুপুরে পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা এস.এম কামরুন নাহারের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, এহসান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম বন্ধের বিষয়টি তার জানা নেই। তবে আরবান ব্যবসায়ী সমবায় সমিতির গ্রাহকদের কয়েকজন গত বুধবার তার কার্যালয়ে উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। আরবান ব্যবসায়ী সমবায় সমিতির গ্রাহকদের টাকা ফেরত এবং সমিতির কার্যক্রম পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

(এমএইচ/এসপি/মার্চ ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test