E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে ছাত্রলীগের চার নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

২০১৭ এপ্রিল ০১ ১১:৫৫:৪০
গোবিন্দগঞ্জে ছাত্রলীগের চার নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছাত্রলীগের চার নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মিজানুর রহমান মিজান বাদি হয়ে গত বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালের দিকে স্থানীয় থানায় এই মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল ১০ টার দিকে ওই আদালতের এপিপি মিজান বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোখলেছুর রহমান নামে রাষ্ট্রীয় মামলার একজন স্বাক্ষীকে মোটরসাইকেলের পিছনে নিয়ে আদালতে আসছিলেন।

এ সময় ৮/১০ জনের সংঘ বদ্ধ দুর্বত্ত আদালত চত্বরে তাদের গতিরোধ রোধ করে মোটরসাইকেলের পিছনে থেকে মোখলেছুর রহমানকে অপহরণের চেষ্টা করে। এ সময় এপিপি মিজান বাঁধা দিতে গেলে তাকে দুর্বত্তরা ধস্তাধস্তি করে লাঞ্চিত করে।

এতে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে দুর্বত্তদলের মিলন (২৫) নামে এক যুবককে আটক করে থানায় সোর্পদ করে। তিনি উপজেলার পান্থাপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে। এরই প্রেক্ষীতে তিনি বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

তবে ওই ছাত্রলীগ কর্মী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই হাফিজুর রহমান হাফিজ জানান, মিলনকে গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে আদালতে হাজির করা হয়।

(এসআইআর/এসপি/এপ্রিল ১, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test