E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিহারিদের মৌলিক অধিকার দিতে হবে

২০১৪ জুন ১৯ ১৬:২৫:১৫
বিহারিদের মৌলিক অধিকার দিতে হবে

স্টাফ রিপোর্টার : মিরপুরের আটকেপড়া বিহারিদের বাংলাদেশি নাগরিকদের মতো মৌলিক অধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘কালশী হত্যাকাণ্ড এবং ক্যাম্পে অবস্থানরত ঊর্দূভাষী জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা’ শীর্ষক এক মুক্ত আলোচনায় বক্তারা এ আহ্বান জানান।

‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সহযোগিতায় ‘রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট-এ আলোচনার আয়োজন করে।

মুক্ত আলোচনায় মাহমুদুর রহমান মান্না বলেন, কোনো মৃত্যু উপত্যকা আমার দেশ হতে পারে না। যাদের থাকার জায়গা নেই, তারা আবার আতশবাজি করবে কেমন করে!

বিহারি ক্যাম্পে হামলা রাষ্ট্রীয় ক্ষমতার কাজে ব্যবহৃত সন্ত্রাসীরা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মান্না বলেন, কোনো দল করে নয়, একমাত্র প্রতিবাদ করে এ ধরনের ঘটনা থেকে বেঁচে থাকা যায়। দেশব্যাপী এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে আপস করা যায় না।

তিনি এ সময় বিহারিদের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ইলিয়াছ মোল্লাহ, নিজাম হাজারী, শামীম ওসমানকে নিরাপত্তা দেয় প্রধানমন্ত্রী। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও আটক হয় না।

তিনি সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আমরা কি গুম, খুন, হত্যাকাণ্ডের জন্য এদেশের নাগরিক হয়েছি? যারা এসব গডফাদারদের প্রশয় দেয়, তাদের আটক করা হোক।

মিরপুরের কাউন্সিলর মেহেরুন নেসা বলেন, ৪০ বছর ধরে ওই এলাকায় আতশবাজি হলেও কেউ মারা যায়নি। এখন যদি বলা হয়, আতশবাজিতে কেউ মারা গেছে, তা মেনে নেওয়া যায় না। সরকার দৃষ্টিভঙ্গি বদলাবে, বিহারিদের মৌলিক অধিকার নিশ্চিত করে বেঁচে থাকার সুযোগ দেবে, এটাই আমার দাবি।

আইন বিশেষজ্ঞ শাহদীন মালিক বলেন, বিহারিদের মৌলিক চাহিদা পূরণে সরকার কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, কেন তাদের (বিহারি) ওপর এ ধরনের হামলা চালানো হলো, এ জন্য বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার; যাতে আক্রান্তরা আইনের আশ্রয় পেতে পারেন।

তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে চেষ্টাই করতে হবে। তাদের মর্যাদার সঙ্গে পুনর্বাসন করা প্রয়োজন। এজন্য আমরা তাদের সঙ্গে আছি।

আলোচনা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের কো-অর্ডিনেটর সি এ আবরার।


(ওএস/এটিআর/জুন ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test