E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে শাস্তি

২০১৭ এপ্রিল ০২ ১৪:১৩:২৩
প্রশ্নফাঁসের গুজব ছড়ালে শাস্তি

চট্টগ্রাম প্রতিনিধি : এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থার পাশাপাশি প্রশ্নফাঁস রোধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা ও সোচ্চার রয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

রবিবার (২ এপ্রিল) সকাল সোয়া ১১টায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

নগরীর এনায়েতবাজার মহিলা কলেজ কেন্দ্রে জেলা প্রশাসক আরও বলেন, চট্টগ্রামের সব পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা চলছে। মহানগরীসহ বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন। এখনও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে পরীক্ষায় কোন প্রভাব পড়েনি বরেও জানান জেলা প্রশাসক।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম জানান, সারাদেশের মতো বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে রবিবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা।
এবছর ২৩৮টি কলেজের ৮৩ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।এর মধ্যে ৪১ হাজার ৯৩২ জন ছাত্র এবং ৪১ হাজার ২৬১ জন ছাত্রী। চট্টগ্রাম (মহানগরীসহ), কক্সবাজার ও তিন পাবর্ত্য জেলার ৯৮ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মহানগরীসহ চট্টগ্রাম জেলায় এবার ৬১টি কেন্দ্রে ৬১ হাজার ৪৪২ জন, কক্সবাজার জেলার ১৪টি কেন্দ্রে ৮ হাজার ৯৯৯ জন, রাঙামাটি জেলার ১০টি কেন্দ্রে ৫ হাজার ১১৫ জন, খাগড়াছড়ি জেলার ৯টি কেন্দ্রে ৫ হাজার ৮৬৬ জন এবং বান্দরবান জেলার ৪টি কেন্দ্রে ১ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ১০টি বিশেষ টিম ও ৪০টি সাধারণ টিম গঠন করা হয়েছে। সুশৃঙ্খল পরিবেশে, সম্পূর্ণ নকলমূক্ত পরিবেশে প্রথম দিনের পরীক্ষা চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকল রাজনৈতিক দল ও মহলের প্রতি অনুরোধ ছেলে-মেয়েদের নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সহযোগিতা করুন বলে জানান তিনি।

অন্য এক প্রশ্নের জবাবে শিক্ষাবোর্ড চেয়ারম্যান আরও বলেন, প্রশ্নফাঁসের কোন গুজব ছড়ালেও শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশনা রয়েছে। এরপরেও মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশ্নফাঁসরোধে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দেওয়া হয়েছে নানান নির্দেশনা।
কেন্দ্র পরিদর্শনকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আবদুল মবিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, এনায়েতবাজার মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহীন ফেরদৌসী প্রমুখ উপস্থিত ছিলেন।
(ওএস/এসপি/এপ্রিল ২, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test