E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে সুবর্ণচরে মানববন্ধন ও গণসাক্ষর 

২০১৭ এপ্রিল ০৩ ১৫:৫৫:১৯
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে সুবর্ণচরে মানববন্ধন ও গণসাক্ষর 

নোয়াখালী প্রতিনিধি : আর কোন দাবি নাই নোয়াখালী বিভাগ চাই এ শ্লোগানে ফেনী, লক্ষ্মীপুর চাঁদপুর, কুমিল্লা ও ব্রাক্ষ্মণবাড়িয়া জেলাকে সাথে নিয়ে নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নোয়াখালীর একাধিক সংগঠন।

সোমবার সকাল ১০টায় নোয়াখালী সূবর্ণচর উপজেলা চত্ত্বরে নোয়াখালী বিভাগ অনলাইন গ্রুফ ও নোয়াখালী পেইজ এর আয়োজনে মানববন্ধনে সূবর্ণচর উপজেলার বিভিন্ন, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সূবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদ সারোয়ার্দ্দী, ৩ নং চরক্লার্ক ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার, চ্যানেল এস নোয়াখালী প্রতিনিধি ইমাম উদ্দিন সুমন, সাংবাদিক লিটন দাস, দি ডেইলি ট্রাইবুনাল নোয়াখালী প্রতিনিধি মোঃ আবদুল্যাহ রানা, অনলাইন গ্রুফ ও নোয়াখালী পেইজ এর সদস্য মিজানুর রহমান, মোরর্শেদ হোসেন, তাহসান তুহিন, ফরহাদ উদ্দিন, জাহেদ হাসান, আবদুর রব, অনুপম, মুকেশ, ওয়াসিম, সাইফুল, জোবায়ের, সাকিব ওয়াহিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাজার বছরের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীকে বাদ দিয়ে কুমিল্লার একটি ইউনিয়ন ময়নামতি নামে বিভাগ ঘোষণা কোন ক্রমেই মেনে নেওয়া যায় না। নোয়াখালীর ভাষাগত বৈশিষ্ট যার সীমানা বৃহত্তর নোয়াখালী অঞ্চল ছাড়িয়ে কুমিল্লা ও চাঁদপুর জেলার তিন ভাগের দুই ভাগ এলাকার লোকজন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে।

তাছাড়া নোয়াখালী জেলার সাথে বাকি পাঁচ জেলা অর্থাৎ ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা সমূহের সাথে সড়ক ও রেলপথে চমৎকার যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান রয়েছে বিধায় ব্রিটিশ আমল থেকে রয়েল জেলা নামে খ্যাত নোয়াখালীকে বিভাগ গঠন অত্যন্ত যুক্তিসংগত বলে দাবি করেন তাঁরা। নোয়াখালী বিভাগ গঠনের নানা যুক্তি তুলে ধরে মানববন্ধন কর্মসূচী শেষ করে এক গণসাক্ষরের মধ্য দিয়ে শেষ হয়।

(আইইউএস/এএস/এপ্রিল ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test