E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ঈশ্বরগঞ্জের সাকিব

২০১৭ এপ্রিল ০৬ ১৫:৫৯:৩৮
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ঈশ্বরগঞ্জের সাকিব

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পাইভাকুরী ইছব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাকিব অন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উচ্চ লাফে প্রথম স্থান অধিকার করেছে ।

পাইভাকুরি গ্রামের মৃত আব্দুর রাশিদের পুত্র সাকিব (১০) ৮ ভাই বোনের মাঝে সাকিব ৬ষ্ঠ । সে পঞ্চম শ্রেণির ছাত্র। পিতৃহীন সাকিব অভাব অনটনের সংসারে পড়ালেখার পাশাপাশি সে খেলাধুলায় অনন্য অবদান রাখতে সক্ষম হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ লাফে সে প্রথম স্থান অর্জন করেছে।

৪ ভাইয়ের মধ্যে এক ভাই রাজ মিস্ত্রি এক জন পোশাক শ্রমিক সাকিব ও তার ছোট ভাই পাইভাকুরী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শফিকুল ইসলাম সাথে কথা হলে তিনি জানান, সাকিবের বাবা নেই বৃদ্ধ মা অভাব অনটনের সংসারে ওরা খুব অসহায় ।

সাকিব ও তার ছোট ভাইয়ের পড়ালেখায় শিক্ষকরা সহযোগিতা করে থাকি। সাকিব জানায় পড়ালেখার পাশা পাশি খেলা ধুলায় তার খুবই আগ্রহ । গ্রামীণ জনপদের ক্ষুদ্র পরিসরের মাঠে খেলা ধুলা করে ইউনিয়ন থেকে বিভাগীয় পর্যায়ে কৃতিত্বের সাক্ষর রেখেছে।

খেলাধুলায় সে শুধু উচ্চ লাফেই নয় ক্রিকেট, ফুটবল, দৌড়, র্দীর্ঘলাফ খেলাও সে পারদর্শী । দক্ষ প্রশিক্ষকের প্রশিক্ষণ পেলে ক্রীড়া জগতে সে একজন উজ্জ্বল তারকা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে বলে শাকিব জানায়।

(এনআইএম/এসপি/এপ্রিল ৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test