E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় আনন্দ মেলার নামে জুয়া আর নগ্ন নাচ, বিপথগামী যুব সমাজ

২০১৭ এপ্রিল ০৬ ১৬:২৮:৩০
মান্দায় আনন্দ মেলার নামে জুয়া আর নগ্ন নাচ, বিপথগামী যুব সমাজ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়ন মৎস্য সমিতির নামে আয়োজিত আনন্দ মেলায় রীতিমত চলছে জুয়ার আসর, নারীদেহের নগ্ন নাচ আর দৈনিক পদ্মা র‌্যাফেল ড্র নামের সৌখিন জুয়া। আর এসব বে-আইনী কর্মকান্ড চলছে নাকি জেলা প্রশাসনের অনুমতি নিয়েই। ফলে স্থানীয় ইউএনও মেলা ঘুরে এসব বেআইনী কার্যক্রমের সত্যতা পেয়েও কোন আইনগত ব্যবস্থা নিতে পারছেন না। চলতি এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কিভাবে এই মেলা চলছে বা তার অনুমতি কিভাবে পেল, বিষয়টি এলাকার সচেতনমহলকে বেশ ভাবিয়ে তুলেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, র‌্যাফেল ড্রর পুরস্কারের লোভে এলাকার খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ প্রতিদিন লটারীর ২০টাকা মূল্যের টিকিট কাটছে। হাতে গোনা কয়েকজন পুরস্কার পেলেও নিঃস্ব হচ্ছে অধিকাংশ মানুষ। সম্প্রতি নওগাঁ শহরের স্বপ্ন ছোঁয়া র‌্যাফেল ড্র নামের বিশেষ জুয়ায় স্বর্বশান্ত জেলার মানুষ এখনো মাজা সোজা করে দাঁড়াতে পারেনি। সেই ব্যথা না সারতেই মান্দায় আবারো সেই জুয়ার আয়োজন সাধারন মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এসব জুয়া আর নারী দেহের নগ্ন নাচ চলছে প্রশাসনের নাকের ডগার ওপর। শুধু তাই নয়, এই র‌্যাফেল ড্র নামের বিশেষ জুয়া বে-আইনীভাবে সরাসরি কেবল টেলিভিশনে দেখানো হচ্ছে। এতে করে নারী-পুরুষ ও যুব সমাজ টিকিট কিনতে বেশী আগ্রহী হচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত মেলায় মাইক ও বড় বড় সাউন্ড বক্স উচ্চ শব্দে বাজিয়ে স্থানীয়দের কান ঝালাপালা করে তুলছে। এতে করে চলতি এইচএসসি ও আলীম পরীক্ষার্থীসহ কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা গেছে, এলাকার উন্নয়নের নামে স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক দলের কতিপয় নামধারী নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই মেলা চালিয়ে যাচ্ছে। এলাকার উন্নয়নের কথা বলা হলেও প্রকৃতপক্ষে তারা তাদের নিজের পকেটের উন্নয়ন করছে বলে বিস্তর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ দিনের জন্য আনন্দ মেলার অনুমতি নিয়ে গত ২৭ মার্চ থেকে মেলা চালানো হচ্ছে। মেলায় মিতা অলৌকিক জাদু চক্র গ্রুপ ও বিচিত্রা অনুষ্ঠান, অলৌকিক জাদু প্রদর্শন এবং সঙ্গীতা অপেরার যাত্রার নামে নগ্ন নাচ চলছে। পাশেই চলছে রাজশাহীর জুয়ারু আব্দুল কাইয়ুমসহ চাঁপাইনবাবগঞ্জের ৬টি জুয়ার আসর। এসব জুয়ার আসরে প্রতিরাতে চলছে লাখ লাখ টাকার কারবার। সর্বশান্ত হচ্ছে সাধারন মানুষ। জাদু প্রদর্শনী. পুতুল নাচ ও যাত্রার নামে ২০ থেকে ১শ’ টাকার টিকিটে চলছে নারীদেহের নগ্ন নাচ। সেই সঙ্গে চলছে মদের আড্ডা। মেলার নামে এসব অসামাজিক কার্যক্রম চলছে প্রশাসনের সামনেই। প্রতিদিন সকাল থেকে ৬০ থেকে ৭০টি ব্যাটারী চালিত চার্জারে মাইকিং করে চালানো হচ্ছে লটারীর টিকিট বিক্রি ও প্রচারনা। রাত ৯টার পর থেকে এই লটারীর নামে বিশেষ জুয়ার সরাসরি সম্প্রচার দেখানো হয় স্থানীয় কেবল টেলিভিশনে। এই কেবল টেলিভিশনের মাধ্যমে নওগাঁর মান্দা, নিয়ামতপুর এবং রাজশাহীর তানোর উপজেলায় সরাসরি সম্প্রচার করা হয়। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, মোটা অংকের টাকার বিনিময়ে প্রশাসন আনন্দ মেলার নামে মদ, জুয়া আর নারী দেহের অশ্লীল নাচের অনুমতিসহ লটারীর নামে জুয়া খেলা টিভির পর্দায় দেখানোর অনুমতি দিয়েছে। আর সে কারনেই তারা চোখে-মুখে কুলুপ এঁটে বসে আছে। প্রশাসন কোনভাবেই এই অশ্লীল নৃত্যসহ অসামাজিক কার্যক্রম বন্ধ না করে উল্টো তাদের উৎসাহিত করছে বলে সচেতনমহলের অভিযোগ।

এদিকে মেলা পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম চিতল জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কিছু সাংবাদিককে রীতিমত ম্যানেজ করেই এই মেলা চালানো হচ্ছে। এখানে কারো কিছুই করার নেই।

(বিএম/এএস/এপ্রিল ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test