E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে জোড়া খুন মামলায় ৯ জনের যাবজ্জীবন

২০১৭ এপ্রিল ০৬ ১৮:৪৯:০৪
মেহেরপুরে জোড়া খুন মামলায় ৯ জনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গোপালপুরের রামনগরে জোড়া খুন মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার টেঙ্গারমাঠ গ্রামের বাসারুল ওরফে বিসু ও মহিদুল ইসলাম, রামনগর গ্রামের সাহেব আলী, মোহন আলী, দিঘলকান্দি গ্রামের শহিদুল ওরফে কানা শহিদুল, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শীতাইল গ্রামের এনামুল ওরফে এনা, আজিত হোসেন ও আব্দুল মান্নান এবং গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের নাজির হোসেন।

মামলায় অপর দুই আসামি শীতাইল গ্রামের জাপান ও রামনগর গ্রামের চাঁদ আলীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে শুধুমাত্র শহিদুল ইসলাম আদালতে হাজির ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।

মেহেরপুর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী শহিদুল হক জানান, ডাকাতি ও ধর্ষণের দায়ে ৯ আসামিকে দণ্ডবিধির ৩৯৬ ধারায় দোষী সাব্যস্ত করে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১০ অক্টোবর রাতে গোপালপুর গ্রামের লোকমান হোসেন পতিতা হালিমা খাতুনকে সঙ্গে নিয়ে গ্রামের পার্শ্ববর্তী টেঙ্গার মাঠ এলাকায় গিয়েছিলেন। পরদিন সকালে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

লোকমান হোসেনের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে ওইদিন সদর থানায় অজ্ঞাত বেশ কয়েকজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১০ সালে গাংনী থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আবু জিহাদ খান টেঙ্গারমাঠ থেকে সন্দেহভাজন ডাকাত হিসেবে বাসারুলকে গ্রেফতার করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে বাসারুল জোড়া খুন ও গণধর্ষণের কথা স্বীকার করে আদালতের জবানবন্দী দেয়। পরবর্তীতে দণ্ডপ্রাপ্তদের মধ্যে আরও চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। এরপর ২০১০ সালের ১০ জুন ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) প্রদান করেন মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জিহাদ খান।

এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি কাজী শহিদুল হক। তবে উচ্চ আদালতে আপিল করার কথা জানালেন আসামীপক্ষের আইনজীবী অ্যাড. মিয়াজান আলী।

(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test