E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমতলীতে বিএনপি’র ৪৬ নেতা-কর্মী কারাগারে

২০১৪ জুন ১৯ ১৮:২৬:২৪
আমতলীতে বিএনপি’র ৪৬ নেতা-কর্মী কারাগারে

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে বৃহস্পতিবার দুপুরে ৪৬ জন বিএনপি নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আমতলীর উপজেলা সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ২০১৩ সালের একটি মামলায় হাজির হয়ে জামিনের আবেদন করলে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায় ২০১৩ সালের ২৮ নভেম্বর আমতলী শহরের প্রবেশের মুখে আমতলী হাসপাতাল এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ নেতাকর্মীদের উপর হামলা করে ৬ জনকে আহত করে এবং ৮ টি মোটরসাইকেল ভাংচুর করে। এ ঘটনায় ২৯ নভেম্বর যুবলীগ নেতা ফারুক মৃধা বাদী হয়ে মামলা করলে এ বছরের ১৪ এপ্রিল পুলিশ এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলা সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মামুন সিকদার, উপজেলা বিএনপি’র উপদেষ্টা ডা. খালেক নিজাম,বিএনপি নেতা মো. মোশারেফ হোসেনসহ ৪৬ নেতা-কর্মী হাজির হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বৈজয়ন্তি বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশদেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. এমএ কাদের,ও অ্যাড. মনিরুজ্জামান মনির এবং আসামী পক্ষে অ্যাড. জসিম উদ্দিন।
(এমএইচ/এএস/জুন ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test