E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় দুই পক্ষের সংঘর্ষ: আহত ৩০

২০১৭ এপ্রিল ০৮ ১৩:৪৯:৪৭
মাগুরায় দুই পক্ষের সংঘর্ষ: আহত ৩০

মাগুরা প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে মাগুরায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে  অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শনিবার সকালে মহম্মদপুর উপজেলার ঝাগুড়দিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ওই গ্রামের হারুন মোল্যা হত্যা মামলার আসামি ও বাদীদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উভয় পক্ষ লাঠিশোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে হিরুল মোল্যা, ডালিম, পিন্টু, হায়াত খান, মিটুল, আলীম, পিন্টু খন্দকার, জাহিদুল, শাহিদুল, ওহাব মোল্যা, জাহানারা বেগম, শামিম খান, ধলা মিয়াকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় উভয় পক্ষের ৫/৭টি বাড়ি ঘর ভাঙচুর করা হয়।

শালিখা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কনক কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test