E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে চলছে দেল উৎসব

২০১৭ এপ্রিল ১০ ২৩:২৯:০৩
মাগুরায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে চলছে দেল উৎসব

মাগুরা প্রতিনিধি : চৈত্র সংক্রান্তি উপলক্ষে মাগুরায় চলছে দেল উৎসব। হিন্দু ধমাবলম্বিরা চৈত্র মাসের শেষ ৭ দিন এ উৎসব পালন করে থাকেন।

এ সময় তারা পুতপবিত্র হয়ে কাঠের তৈরি দেল নিয়ে এ উৎসবে অংশ নেন। সন্নাসী সেজে গ্রামে-গ্রামে ঘুরে অস্টক গান গেয়ে শীব-শীব উচ্চারণ করে নেচে-নেচে শীব ঠাকুরের আরাধনা করেন। বালা বা দল নেতার নেতৃত্বে এ নাচ ও গান হয়ে থাকে। চৈত্র মাস যাওয়ার দিন শীব পূজার মধ্যে দিয়ে এ উৎসব ও পূজার সমাপ্তি ঘটবে।

মাগুরা সদর উপজেলার কাটাখালী বাগডাঙ্গা মহাশশ্মান মন্দিরের সেবায়েত ও চৈত্র সংক্রান্তী দলের বালা বিপ্লব বিশ্বাস জানান, মানব জাতির শান্তি কামনা, পাপ মোচন ও রোগ বালাই থেকে মুক্তির আশায় এ চৈত্র সংক্রান্তি ও দেল পূজার আয়োজন করা হয়ে থাকে। গ্রামে-গ্রামে দেল নিয়ে ঘুরে চৈত্র মাস যাওয়ার দিন শিব ঠাকুরের পূজা করা হয়।

(ডিসি/এএস/এপ্রিল ১০, ২০১৭)







পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test