E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের আসামি গ্রেপ্তার

২০১৪ জুন ২০ ১০:১৪:২৬
রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ওয়ারেন্টভুক্ত আসামি খান আকরাম হোসেনকে (৬০)রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মহানগরীর শাহ মখদুম থানার ভুগরইল এলাকার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার রাত একটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকার পাঁচটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

খান আকরাম হোসেনের বাড়ি বাগেরহাট জেলার মেড়েলগঞ্জ থানার দৈঙ্গাহাটি গ্রামে।

মেড়েলগঞ্জ থানার উপপরিদর্শক সঞ্জিব ঘোষ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ১০ জুন খান আকরাম হোসেনের নামে ওয়ারেন্ট বের হয়। সেই কাগজ থানায় এসে পৌঁছালে গ্রেপ্তারের জন্য তাকে খোঁজা শুরু হয়।

রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার আনোয়ার সাঈদ জানান, ১৯৭১ সালে বাগেরহাট জেলার শাখারি কাঠি গ্রামে গণহত্যা সংঘঠিত হয়। ওই গণহত্যার সঙ্গে খান আকরাম হোসেন জড়িত ছিল বলে অভিযোগ আছে। ২০০৯ সালে শাখারি কাঠি গ্রামের মুক্তিযোদ্ধা নিমাই দাস ১৯ জনকে আসামি করে বাগেরহাটে একটি মামলা দায়ের করেন।

১৯৭১ সালের মানবতাবিরোধী মামলা হওয়ার কারণে পরে ওই মামলা আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনাল-১ স্থানান্তর করা হয়। সেখান থেকে তাদের নামে ওয়ারেন্ট বের হয়।

শুক্রবার ভোরে আকরাম হোসেনকে ঢাকা পাঠিয়ে দেয়া হয়েছে বলে রাজপাড়া থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) আনোয়ার সাঈদ জানান।

(ওএস/এইচআর/জুন ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test