E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

২০১৭ এপ্রিল ১১ ১৫:০৩:৩৯
লক্ষ্মীপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রশিদপুর প্রবাসীর গৃহবধূ গণধর্ষণের ঘটনার মামলায় ৪ জনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডও দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও অতিরিক্তি জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর সদর থানার রশিদপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে নাছির (৩০), হাসেমের ছেলে মাসুদ আলম (২২), তোফায়েল আহম্মদের ছেলে বাহার (২৫), আলী আহম্মদের ছেলে মহিন হোসেন (২০)। এদের মধ্যে মাসুদ আলম পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জজকোর্টের রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ আগস্ট দিবাগত রাতে রশিদপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরের বেড়া কেটে ঢুকে তার হাত পা মুখ বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় আসামিরা।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পরেরদিন (১৯ আগস্ট) প্রবাসীর স্ত্রী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।


(এআরএস/এসপি/এপ্রিল ১১, ২০১৭)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test