E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

টানা বর্ষণে প্লাবিত চট্টগ্রাম

২০১৪ জুন ২০ ১১:০৬:৩২
টানা বর্ষণে প্লাবিত চট্টগ্রাম

চট্টগ্রাম প্রতিনিধি : বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামের প্রধান সড়কগুলো হাঁটু সমান ও কোমর সমান পানির নিচে ডুবে আছে। জলাবদ্ধতার কারণে নগরীতে যানবাহন চলাচলও অনেকটা বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন কর্মজীবী মানুষজন।
মহানগরীর চান্দগাঁও, পাঁচলাইশ, বাদুরতলা, চকবাজার, মুরাদপুর, বহদ্দরহাট, শুলকবহর, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন নিচু এলাকা ও সড়ক হাঁটু সমান ও কোমর সমান পানিতে তলিয়ে গেছে।

নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট, চান্দগাঁও আবাসিক এলাকা, বাড়াইপাড়া, বাদুরতলা, ঘাসিয়ারপাড়া, চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ, শুলকবহর, সুন্নিয়া মাদ্রাসা রোড, চানমিয়া সওদাগর রোড, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহর আবাসিক এলাকা, হালিশহর জেলেপাড়া, পাঠানটুলি, বাকলিয়া, ডিসি রোডসহ নগরীর অধিকাংশ এলাকা মূল সড়ক ও উপ-সড়ক হাঁটুপানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে পাইকারি বাণিজ্যকেন্দ্র চাকতাই-খাতুনগঞ্জ। এসব এলাকায় বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় জনদুর্ভোগ চরমে ওঠে। বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজারে জলাবদ্ধতা ডিঙ্গিয়ে চলতে গিয়ে সড়কের ওপর অনেক যাববাহন বন্ধ হয়ে যায়। এতে যানজট তৈরি হয়।

নগরীর কাপাসগোলা এলাকার অধিবাসী আবু সৈয়দ জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকেই নগরীর কাপাসগোলা চকবাজার এলাকা কোমর সমান পানিতে তলিয়ে যায়। শুক্রবার সকাল পর্যন্ত অধিকাংশ ভবনের নিচতলা পানিতে ডুবে গেছে। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এলাকার বাসিন্দারা।

(ওএস/এইচআর/জুন ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test