E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে হামলার শিকার হলেন র‌্যাব সদস্যরা, পিস্তল ছিনতাই, আটক ৭

২০১৪ জুন ১৯ ১৯:৫৫:৫১
দিনাজপুরে হামলার শিকার হলেন র‌্যাব সদস্যরা, পিস্তল ছিনতাই, আটক ৭

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে সাদা পোশাকে অভিযান চালাতে গিয়ে জাল ডলার চক্রের সদস্যদের হামলার শিকার হয়েছেন র‌্যাব-১৩ এর সদস্যরা। ডলার চক্রের সদস্যরা দু'জন র‌্যাব সদস্যকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং একটি পিস্তল ছিনতাই করে নিয়ে যায়।

বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর র‌্যাব-১৩ এর একটি টহল দল সাদা পোশাকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতখামার গ্রামে অভিযান চালাতে যায়। সেখানে চিহ্নিত জাল ডলার ব্যবসায়ী করিমুল ইসলামের বাড়ীতে অভিযান চালাতে গিয়ে করিমুলের সহযোগীরা হামলা চালায় র‌্যাব সদস্যদের উপর। তাদের কুড়ালের আঘাতে র‌্যাব সদস্য এসআই দুলাল ও কনস্টেবল খায়রুল ইসলাম গুরুতর জখম হয়। এসময় র‌্যাব সদস্য এসআই দুলালের পিস্তল ছিনিয়ে নিয়ে যায় ডলার চক্রের সদস্যরা।

খবর পেয়ে দিনাজপুর র‌্যাব-১৩ অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত দু'র‌্যাব সদস্যকে উদ্ধার করে নিয়ে আসে। আহতদের রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর রংপুর থেকে অতিরিক্ত র‌্যাব সদস্য এসে জাল ডলার ব্যবসায়ী করিমুল (৪০), তার স্ত্রী ইয়াসমিন (২২)সহ ৭ জনকে এবং ৭টি মোটরসাইকেল আটক করে।

ঘটনার দু’ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৬টায় বীরগঞ্জ থানা পুলিশ র‌্যাবের ছিনতাই হওয়া পিস্তলটি উদ্ধার করে ।

স্থানীয়রা জানায়, র‌্যাব সদস্যরা সাদা পোশাকে অভিযান চালাতে এসে এই হামলার শিকার হয়েছে। তারা অভিযোগ করেন, র‌্যাব সদস্যরা নিরীহ কয়েকজনকে আটক করে নিয়ে যায়।

তবে এ ব্যাপারে র‌্যাব-১৩ এর কমান্ডার মেজর খালিদ ইব্রাহিম ক্যামেরার সামনে কিছু বলতে রাজী হয়নি।

(এতি/অ/জুন ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test