E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটুয়াখালীতে ২ শিক্ষকের কারাদণ্ড

২০১৭ এপ্রিল ১২ ১৪:৪০:৪৮
পটুয়াখালীতে ২ শিক্ষকের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী পৌর শহরের হাজী আক্কেল আলী কলেজে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র সরবরাহের অভিযোগে দুই শিক্ষককে দুই বছরের কারাদণ্ড এবং এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হাজী আক্কেল আলী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক হল সুপার মো. খলিলুর রহমান ও ছোট বিঘাই মোক্তার আলী ডিগ্রী কলেজের প্রভাষক মো. সফিকুল ইসলাম। বুধবার বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাস এ আদেশ প্রদান করেন।

জানা গেছে, সকালে এইচএসসি পরীক্ষার (হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় ছোট বিঘাই মোক্তার আলী ডিগ্রী কলেজের প্রভাষক শফিকুল ইসলাম হাজী আক্কেল আলী কলেজে পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন। হল সুপারের দায়িত্বে ছিলেন হাজী আক্কেল আলী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. খলিলুর রহমান।

পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা অতিবাহিত হলেও হল সুপার মো. খলিলুর রহমানের সহযোগিতায় প্রভাষক সফিকুল ইসলাম আব্দুল হাই মাধ্যমিক বিদ্যা নিকেতনের শিক্ষক সুলতান আহমেদের স্ত্রী হাজী আক্কেল আলী কলেজের সহকারী লাইব্রেরিয়ান পারভীন আক্তারের পার্শ্ববর্তী বাসায় গিয়ে চলমান পরীক্ষার উত্তরপত্র তৈরি এবং সরবরাহ করার প্রস্ততি নেন।

এসময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাস গোপান সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করেন।পরে প্রভাষক সফিকুল ইসলাম ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ওই স্থান থেকে পালানোর চেষ্টাকালে নিবার্হী ম্যাজিস্ট্রেট অনুপ দাস নিজেই তাকে আটক করেন এবং তার কাছ থেকে উত্তরপত্র জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাস বলেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে উত্তর পত্র সরবরাহ করার ঘটনায় সফিকুল ইসলামকে সহযোগিতার করার অপরাধে হল সুপার মো. খলিলুর রহমানকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড এবং উত্তর পত্র সরবরাহের অভিযোগে সফিকুল ইসলামকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test