E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

২০১৪ এপ্রিল ১০ ১৫:২২:৪৭
সাতক্ষীরায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে স্মরণ করিয়ে দেয়। এখানকার মানুষ দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া বাংলাদেশের সম্পদ। সাতক্ষীরাকে ঘাতকদের হাত থেকে মুক্ত করতে কাজল, নাজমুলের মত অনেকেই শহীদ হয়েছেন। তাদের এ আত্মদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি জামায়াত শিবির বিএনপি’র ঘাড়ে ভর করে নতুন করে বদলা নিতে শুরু করেছে। তারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর নামে হরতাল ও অবরোধ সৃষ্টি করে জ্বালাও পোড়াও চালাচ্ছে। এখন তারা ঘাপটি মেরে থেকে নিজেদের শক্তি সঞ্চয় করছে। তাদেরকে প্রতিহত করতে ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীদের অসাম্প্রদায়িক চেতনার মানুষদের নিয়ে রাস্তায় নেমে কঠোর আন্দোলন করতে হবে।
বৃহষ্পতিবার দুপুর ১২টায় সাতক্ষীরায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে পার্টির জেলা সম্মেলনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য সাংসদ কম. ফজলে হোসেন বাদশা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা (তালা-কলারোয়া)-১ আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড ইকবাল কবির জাহিদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনসুর আহমদ, সাধরন সম্পাদক নজরুল ইসলাম, জাসদ সভাপতি কাজী রিয়াজ, মুক্তিযোদ্ধা ইনামুল হক বিশ্বাস প্রমুখ।
সম্মেলন পরিচালনা করেন পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. ফাহিমুল হক কিসলু। জাতীয় ও আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়।
সম্মেলন উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য র‌্যালী, কলারোয়া থেকে সাতক্ষীরা পর্যন্ত মটর সাইকেল র‌্যালী বের করে। জেলা গণশিল্পী সংস্থা জেলা শাখার সাংস্কৃতিক কর্মীরা গণসঙ্গীত পরিবেশন করে।

(আরকে/এএস/এপ্রিল ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test