E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ধর্মের সঙ্গে বৈশাখী উৎসবের বিরোধ নেই’

২০১৭ এপ্রিল ১৪ ১৪:০০:৫৫
‘ধর্মের সঙ্গে বৈশাখী উৎসবের বিরোধ নেই’

চট্টগ্রাম প্রতিনিধি : ধর্মের সঙ্গে বৈশাখী উৎসবের কোন বিরোধ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।ডিসি হিলির নজরুল স্কয়ারে শুক্রবার (১৪ এপ্রিল) বর্ষবরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, পহেলা বৈশাখ সংস্কৃতির প্রাণ। সংস্কৃতিচর্চায় যারা বাধা দেয় তারা কখনো দেশের মঙ্গল চায় না। একটি কুচক্রীমহল সংস্কৃতিচর্চাকে বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে তারা পেরে উঠছে না।

এসময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আহবায়ক আহমেদ ইকবাল হায়দার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুজিবুল হক।

‘পহেলা বৈশাখ বাঙালির উৎসব, সবার যোগে জয়যুক্ত হোক’ শিরোনামে বর্ষবরণের ১ম অধিবেশনে ‘সংগীত ভবন, জয়ন্তী, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, গুরুকুল সংগীত একাডেমি, সুর-সাধনা সংগীতালয়, গীতধ্বনি, ইমন কল্যাণ সংগীত বিদ্যাপীঠ, সৃজামি সাংস্কৃতিক অংগন, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, গুরুকুল, নৃত্যম একাডেমি, ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নৃত্য নিকেতন, দি স্কুল অব ফোক ডান্স, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, স্বরনন্দন প্রমিত বাংলা চর্চা কেন্দ্র ও বিভাস আবৃত্তি চর্চা কেন্দ্র’ সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

একক পরিবেশনায় শিল্পী লুপর্ণা মুৎসুদ্দী গেয়ে উঠেন ‘কি গান মাঝি শোনাইল, কি বাঁশি মাঝি শোনাইল, কর্ণফুলীর সাম্পানওয়ালা মোরে পাগল বানাইল' 'বসন্তে বাতাসে সইগো'। মিথুন চক্রবর্তী পরিবেশন করেন 'সাত ভাই চম্পা', অনিন্দতা সেনগুপ্তা 'ভাল লাগে না, এ জীবনে কিছু যেন ভাল লাগে না' পরিবেশন করেন।

প্রীতম ভট্টাচার্য 'তুমি আরেকবার আসিয়া, যাও মোরে কান্দাইয়া' সংগীত পরিবেশন করে শ্রোতাদের মাতোয়ারা করে তোলেন। ওরিয়েন্টেল ফোক ডান্সের শিল্পীদের কোরাস ও মনোমুগ্ধকর ফোক নৃত্যের মধ্য দিয়ে ১ম অধিবেশন শেষ হয়।

(ওএস/এসপি/এপ্রিল ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test