E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন শিল্পপতি রুহুল আমিন

২০১৭ এপ্রিল ১৫ ১৬:৫২:৫১
বাগেরহাট প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন শিল্পপতি রুহুল আমিন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট প্রেসক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ লাভ করেছেন দেশের বিশিষ্ট শিল্পপতি, নারায়ণগঞ্জের সেএসবি ইঞ্জিনিয়ারিং ও ডকইয়ার্ডের সত্বাধিকারী মো. রুহুল আমিন খান। বাগেরহাট প্রেসক্লাবের উন্নয়ন ও বাগেরহাট প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিল গঠণে বিশেষ অবদান রাখায় শুক্রবার পহেলা বৈশাখ বাগেরহাট প্রেসক্লাব আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা প্রদান করে।

শুক্রবার সকালে পহেলা বৈশাখ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সদস্যদের পারিবারিক পুনর্মিলনী ও প্রাতরাশ অনুষ্ঠানে রুহুল আমিনকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মানসূচক আজীবন সদস্যপদ প্রদান করা হয়। প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারাণ সম্পাদক মো. আব্দুল বাকী, বাগেরহাট প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলেন মুখ্য পরিচালক এ্যাড. মোজাফফর হোসেন, ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এ.বি.এম মোশাররফ হোসাইন, মো: দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান ও শিল্পপতি মো. রুহুল আমিন।

মো. রুহুল আমিন খান বাগেরহাটের কচুয়া উপজেলার হাজরাখালী গ্রামের মো. তৈয়াবুর রহমান খানের ছেলে। এলাকায় সৎ, কর্মঠ ও সমাজসেবক হিসেবে পরিচিত রুহুল আমিন বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।

(একে/এএস/এপ্রিল ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test