E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘হয়রানি’ বন্ধ না হলে সোমবার থেকে ফল আমদানি বন্ধ

২০১৪ জুন ২০ ১৫:৩৩:৩০
‘হয়রানি’ বন্ধ না হলে সোমবার থেকে ফল আমদানি বন্ধ

স্টাফ রিপোর্টার : ফরমালিনযুক্ত ফলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের চলমান অভিযানে হয়রানি বন্ধ না হলে আগামী সোমবার থেকে ফল আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ফল আড়তদার আমদানিকারক ব্যবসায়ী সমিতি।

শুক্রবার সকালে রাজধানীর বাদামতলীতে সমিতির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ঢাকা মহানগর ফল আড়তদার আমদানিকারক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত ফরমালিনমুক্ত অভিযানের নামে ব্যবসায়ীদের হয়রানি ও পুঁজি ধ্বংস করছে। একের পর এক অভিযানে ফল ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে পথে বসতে চলেছেন। এ অবস্থায় তারা কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, অভিযানে প্রাথমিক পরীক্ষায় ফরমালিনের উপস্থিতির বিষয়ে সন্দেহ হলেই ফল নষ্ট করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ফরমালিনের উপস্থিতি পাওয়া গেলে ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে।

প্রসঙ্গত, গত ১১ জুন ফরমালিন মেশানো ফল বিক্রি ঠেকাতে রাজধানীর ৮টি প্রবেশপথে তল্লাশি চৌকি বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিবহনে আসা বেশিরভাগ ফলে ফরমালিনের উপস্থিতি ধরা পড়ায় পুলিশ কয়েক হাজার মণ ফল ধ্বংস করেছে। পুলিশের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন ব্যবসায়ীকে জেল-জরিমানাও করেন।

(ওএস/এটিআর/জুন ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test