E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় এক ঔষধ ব্যবসায়ীর আত্মহত্যা

২০১৭ এপ্রিল ১৭ ১২:১০:২৮
গলাচিপায় এক ঔষধ ব্যবসায়ীর আত্মহত্যা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় এক বৃদ্ধ ঔষধ ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

ঘটেছে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রূপনগরের ফার্মেসী পট্টিতে। নিহত আ. হালিম আকন (৭০) হচ্ছেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভি.আই.পি রোডের মৃত হাজী আ. রব আকনের ছেলে। নিহতের পৈত্রিক নিবাস হচ্ছে উপজেলার পানপট্টি ইউনিয়নের কোকাইতবক গ্রামের আকন বাড়ি।

রবিবার সন্ধ্যা ৭ টার দিকে নিহতের নিজ ফার্ম্মেসীর দোতলায় আড়ার সাথে গলায় লায়লনের রশি পেঁচিয়ে ওই দৃদ্ধ আত্মহত্যা করেন। খবর পেয়ে গলাচিপা থানা সার্কেল এএসপি মো. জহুরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ আ. রাজ্জাক মোল্লা, এসআই মো. বাবুল মিয়া, এসআই মো. তছলিমুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে গলাচিপা থানায় নিয়ে আসেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ওই বৃদ্ধের একজন স্ত্রী ও পিংকি নামে বিবাহিতা একজন মেয়ে রয়েছেন। মেয়েটি এ বছর ইংরেজীতে অনার্স ফাইনাল দিয়েছেন। আরও জানা গেছে অগ্রণী ব্যাংকে ওই বৃদ্ধের ১ লক্ষ ৮৫ হাজার টাকা ঋণ ছিল।

আত্মীয় স্বজনের ধারনা, মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে ওই রাতেই গলাচিপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়, যার মামলা নং-৯। সোমবার সকালে লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।


(এসডি/এসপি/এপ্রিল ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test