E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে’

২০১৭ এপ্রিল ১৭ ১৪:২২:৩৯
‘যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে’

মাদারীপুর প্রতিনিধি : যে কোন মূল্যেই দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করতে হবে। সাথে সাথে যারা নিরীহ মানুষের ওপর জুলুম নির্যাতন চালায়, মানুষকে পুড়িয়ে মারে, বাস-গাড়ী ভাংচুর করে, রাস্তাঘাট অবরোধ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

রবিবার দুপুরে স্থানীয় এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীতে মাদারীপুর শ্রমিক কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ১১১ সদস্য ও আন্তর্জাতিক যুদ্ধপরাধ গণবিচার আন্দোলন জেলা কমিটি ৭১ সদস্য বিশিষ্ট গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৪ সালে দেশে যখন গার্মেন্টস শিল্পে অচলাবস্থা সৃষ্টি হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দেন শ্রমিক কর্মচারী ও পেশাজীবীদের নিয়ে কিভাবে আন্দোলন বন্ধ করা যায়। আমি দায়িত্ব পেয়েই ৫২টি শ্রমিক সংগঠনকে একত্রে করে কমিটি গঠন করলাম। বিভিন্ন পদক্ষেপের ফলে সেই আন্দোলন বন্ধ হয়ে যায়। অদ্যবদি কিন্তু গার্মেন্টস শ্রমিকরা কোন আন্দোলনে নামেনি। সেই ধারাবাহিকতায় ২০১৫ সালের ২০ জানুয়ারী ঢাকাতে গঠন করলাম “শ্রমিক কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ”। যা আজ মাদারীপুরে জেলা কমিটি গঠন করা হলো। এই কমিটিতে আপনারা যারা আছেন তা সকল শ্রেণির মানুষকে একত্রিত করবেন। এই কমিটি এখন দেশে নয় বিদেশেও গঠন করা হচ্ছে। আগামী মে মাসে লন্ডনে এই কমিটির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা বিশ্বে এই কমিটি গঠন করা হবে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তসহ সকল অপশক্তিকে মোকাবেলা করার জন্য।

সভায় খন্দকার খায়রুন হাসান নিটুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান হাওলাদার, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার তসলিম আহম্মেদ প্রমুখ।

(এএসএ/এএস/এপ্রিল ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test