E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাদেবপুরে দেড় শতাধিক ফলন্ত আমগাছ কেটে ফেলেছে দুর্বত্তরা

২০১৭ এপ্রিল ১৭ ১৪:২৫:৩৫
মহাদেবপুরে দেড় শতাধিক ফলন্ত আমগাছ কেটে ফেলেছে দুর্বত্তরা

নওগাঁ প্রতিনিধি : শনিবার দিনগত রাতে নওগাঁর মহাদেবপুরে এক চাষির বাগানের দেড় শতাধিক ফলন্ত আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে উপজেলার সফাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে। ওই গ্রামের শরিফ উদ্দীন সরদারের ছেলে বাগান মালিক গোলাম মোস্তফা বাবু এ ঘটনায় ১ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, শনিবার দিনগত রাতের কোন এক সময় গোলাম মোস্তফা বাবুর প্রসাদপুর গ্রামে প্রায় দেড় বিঘা জমির ওপর থাকা ৩ বছর বয়সের ১৬০টি রুপালী আমের গাছ দুর্বত্তরা কেটে ফেলেছে। প্রত্যেকটি গাছে প্রায় ২০ থেকে ২৫ কেজি পরিমান আম ছিল। গাছ এবং আমের আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা বলে দাবি করেন বাগান মালিক মোস্তফা।

গ্রামবাসী জানায় ওই ইউনিয়নের শ্রীনগর গ্রামের মোঃ নজির মোল্লার ছেলে আব্দুস সামাদের সঙ্গে ১ বছর ধরে ওই আম বাগানের পার্শ্বের জমিতে লাগানো ১০-১২টি মেহগনি ও আকাশমনি গাছের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল আম বাগান মালিক গোলাম মোস্তফা বাবুর সঙ্গে। সম্প্রতি স্থানীয় ভাবে ওই জমি মাপজোখের পর আব্দুস ছামাদের লাগানো ওইসব বনজ গাছ গোলাম মোস্তফা জমির মালিকানা হিসাবে পেয়ে যায়। আম বাগান মালিক গোলাম মোস্তফা ওইসব বনজ গাছের মূল্য বাবদ ৩ হাজার টাকা ছামাদকে দেয়ার অঙ্গিকার করলেও এ টাকা দিতে গড়িমসি করে। বৃহস্পতিবার বিকেলে আব্দুস ছামাদ তার পাওনা টাকা গোলাম মোস্তফার কাছে চাইলে সে ওই টাকা দিতে এ সময় তালবাহানা করে। এতে ক্ষিপ্ত হয়ে গোলাম মোস্তফাকে দেখে নেবে বলে আব্দুস ছামাদ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে।

গ্রামবাসীর ধারনা, ওই বিরোধের জের ধরে ছামাদ ওই বাগানের গাছগুলো কেটে ফেলেছে। এসব ফলজ আম গাছ কেটে ফেলার অভিযোগে বাগান মালিক গোলাম মোস্তফা বাদী হয়ে আব্দুস ছামাদের বিরুদ্ধে একটি মামলা দায় করেছে। মামলার সত্যতা স্বীকার করে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ছানোয়ার হোসেন বলেছেন, গাছগুলো যে ব্যক্তিই কেটে ফেলেছে, সে চরম অপরাধ মূলক কাজ করেছে। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

(বিএম/এএস/এপ্রিল ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test