E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় জড়িতদের আটকের দাবিতে মানববন্ধন

২০১৭ এপ্রিল ১৭ ১৫:১৬:৪৩
লোহাগড়ায় প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় জড়িতদের আটকের দাবিতে মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার  বড়দিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, বি, এম কামরুজ্জামান (৫১) কে মারপিটের ঘটনায় জড়িতদের আটকের দাবীতে সমাবেশ ও মানববন্ধন কর্ম সূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখা।

গতকাল সোমবার সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি কেএম রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, সরকারী লোহাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান প্রমূখ।

বক্তারা বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ রহস্যজনক কারনে কোন আসামীকে আটক করে নাই। উল্টো আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ওই প্রধান শিক্ষককে চাকুরীচ্যুত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে।

বক্তারা প্রধান শিক্ষক এবিএম কামরুজ্জামানের ওপর হামলার ঘটনায় জড়িত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও আ’ লীগ নেতা আব্দুর রাজ্জাকসহ তার সহযোগিদের অবিলম্বে আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। পরে ৪০ মিনিট স্থায়ী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক সমিতি ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষকগণ অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন দুপুরে স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন।

উল্লেখ্য, বিদ্যালয়ে নববর্ষ উদযাপনের জন্য বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক মোল্যা গত বুধবার (১২ এপ্রিল) সকালে বড়দিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, বি, এম কামরুজ্জামানের নিকট ১০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সদস্য আব্দুর রাজ্জাক প্রধান শিক্ষককে মারপিট করে গুরুতর আহত করে।বর্তমানে ওই প্রধান শিক্ষক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারপিটের ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে আব্দুর রাজ্জাকসহ তার সহযোগীদের নামে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩, তাং ১২-৪-২০১৭।


(আরএম/এসপি/এপ্রিল ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test