E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চার দফা দাবিতে ঈশ্বরদীতে প্রাণি সম্পদ এ.আই টেকনিশিয়ানদের প্রতীকি অবস্থান ধর্মঘট

২০১৭ এপ্রিল ১৮ ১৮:২১:৩৮
চার দফা দাবিতে ঈশ্বরদীতে প্রাণি সম্পদ এ.আই টেকনিশিয়ানদের প্রতীকি অবস্থান ধর্মঘট

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ঈশ্বরদী শহরের জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে মঙ্গলবার সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী পাবনা ও সিরাজগঞ্জ জেলার সকল বাংলাদেশ প্রাণি সম্পদ এ.আই টেকনিশিয়ানরা প্রতিকী অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেছেন। পরে তারা সহকারি পরিচালক ডাক্তার এসএম আবুল কাশেম জিন্নাহ কাছে সিমেন ও তরল নাইট্রোজেন সরবরাহ না দেওয়ায় স্মারক লিপি প্রদান করেন।

এই দাবির মধ্যে রয়েছে, প্রতি ইউনিয়নে এ.আই টেকনিশিয়ান পদ সৃষ্টির মাধ্যমে কর্মরতদের এই পদে আত্মীকরণ, আত্মীকরণ না হওয়া পর্যন্ত শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করণ, কৃত্রিম প্রজনন নীতিমালা লংঙ্ঘণ করে বে-সরকারি সংস্থাগুলো যে সকল কর্মী ৭-১৫-৩০ দিনের প্রশিক্ষণ দিয়ে মাঠে ছেড়ে দিয়েছে, অবিলম্বে তাদের প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ, কৃত্রিম প্রজনন সংক্রান্ত নীতি নির্ধারনী কমিটিতে সমিতির প্রতিনিধি অর্ন্তভূক্ত এবং একই ইউনিয়নে একাধিক এ.আই টেকনিশিয়ান নিয়োগ বন্ধ করতে হবে।

এসময় আন্দোলনকারীরা জানান, যাদের একই ইউনিয়নে একাধিক নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অন্য যে সকল ইউনিয়নে এ.আই টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়নি ওই সকল ইউনিয়নে সরিয়ে নিয়ে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ প্রাণি সম্পদ এ.আই টেকনিশিয়ান পাবনা জেলার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রতিকী অবস্থান ধর্মঘট ও পথসভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা এ.আই সভাপতি আতাউর রহমান সম্পাদক জুয়েল রানা, এ.আই রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, ইমদাদুল হক, আব্দুল খালেক, বদিউজ্জামান, আব্দুস সালাম, মাফিকুল ইসলাম ও ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাণি সম্পদ এ.আই টেকনিশিয়ান পাবনা জেলা সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম।

বক্তারা বলেন, দুই জেলায় প্রায় ২৭০ জন এ.আই টেকনিশিয়ান দীর্ঘ দিন যাবৎ বিশ্বস্থতা ও দায়িত্বের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। কিন্তু আমাদের কাজের সঠিক মূল্যায়ন করা হচ্ছেনা। এ.আই টেকনিশিয়ানরা শুধু কৃত্রিম প্রজনন সেবা দিয়েই ক্ষান্ত নয়, তারা প্রাণি সম্পদ অধিদপ্তরের সকল কার্যক্রম দক্ষতার সাথে করে আসছেন। রোদ, বৃষ্টিতে ভিজে এ.আই টেকনিশিয়ানরা দায়িত্বের সাথে মাঠে-ময়দানে গ্রামে গ্রামে চাষীদের সেবা দান করছে। ভয়ভীতি দেখিয়ে লাভ হবেনা এবং আমাদের বাদ দিয়ে নতুন কাউকে চাকরীতে নিয়োগ দেয়া যাবেনা। অবিলম্বে এ.আই টেকনিশিয়ানদের জাতীয়করণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আগামী পহেলা মে থেকে আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করা হবে বলে ঘোষণা দেয় হয়।

(এসকেকে/এএস/এপ্রিল ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test