E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর পুনর্ভবার তীর সংরক্ষণে  ব্লক বসানোর কাজে বিএসএফের বাধা

২০১৭ এপ্রিল ১৮ ২১:৩৮:৪৪
নওগাঁর পুনর্ভবার তীর সংরক্ষণে  ব্লক বসানোর কাজে বিএসএফের বাধা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার সাপাহার সীমান্তবর্তী পুনর্ভবা নদীর বাম তীর প্রতিরক্ষামুলক বাঁধ নির্মাণে ব্লক বসানোর কাজে বিএসএফ বাধা দিয়েছে। এতে প্রায়  ৬ কোটি টাকার প্রকল্প অনিশ্চয়তার মুখে পড়েছে। ফলে ওই সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের চুক্তি মোতাবেক ব্লক নির্মাণ শেষে চলতি এপ্রিলের প্রথম তারিখে সীমান্তের পুনর্ভবা নদীর বাম তীর সংরক্ষনে ঠিকাদারী প্রতিষ্ঠান ব্লক বসানোর কাজে তাদের ড্রেজার মেশিন নিয়ে গেলে ভারতের রাঙ্গামাটি বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এসে তাতে বাধা প্রদান করেন। এসময় ঠিকাদারের লোকজন তাকে চুক্তির কাগজপত্র দেখালেও তিনি ওপরের অর্ডার নেই বলে ব্লক বসানোর কাজ বন্ধ করে দেন।

জানা গেছে, গত ২০১৫ সালের জানুয়ারি মাসে ভারতের কলকাতায় ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের কারিগরী পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক, ৫কোটি ৮৩ লাখ ৮০হাজার টাকা ব্যয়ে ২০১৫ সালের ১৫ নবেম্বর স্থানীয় এমপি সাধন চন্দ্র মজুমদার নদীর প্রতিরক্ষা মুলক কাজের উদ্বোধন করেন। পানিউন্নয়ন বোর্ডের অধীনে দুই বছর মেয়াদে সাপাহার উপজেলাধীন সীমান্ত নদী পুনর্ভবার বাম তীর ৭২০মিঃ এলাকা সংরক্ষনের জন্য সেই থেকে দিনাজপুরের এম,পি,টি-এম,ই,এইচ(জেভী) ঠিাকাদারী প্রতিষ্ঠান নদীর তীর এলাকায় ব্লক তৈরির কাজ আরম্ভ করে। বর্তমানে ব্লক তৈরির কাজ প্রায় শেষ করে ১এপ্রিল তারা নদীর তীর সংরক্ষণে ব্লক বসানোর জন্য ড্রেজার মেশিন নিয়ে নদী এলাকায় গেলে বিএসএফ সদস্যরা এসে তাতে বাধা দেন। ফলে নদীর তীর সংরক্ষন কাজ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। ঠিকাদারী সংস্থার পক্ষে মিঃ কনক বলেন, ড্রেজার মেশিন ও তার লোকজনদের বসে রাখায় তাদের এখন প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। এছাড়া আর কয়েক মাস পরেই শুরু হবে বর্ষাকাল। বর্ষা এলে কোন মতেই আর ব্লক বসানো যাবেনা। ঠিকাদারী প্রতিষ্ঠান হয়তো নদীর জলেই ব্লক ভাসিয়ে কাজের সমাপ্তি করবেন। এতে যেমন উন্নয়নের কোন কাজই হবেনা, ঠিক তেমনভাবেই সরকারের কোটি কোটি টাকা ভেসে যাবে নদীর জলে।

এ বিষয়ে সীমান্তের দায়িত্বে নিয়োজিত বিজিবি পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আলী রেজা জানান, বিষয়টি নিয়ে চিন্তা করার কিছুই নেই। সীমান্ত এলাকায় কাজ করতে গেলে অনেক ধরা বাধা নিয়মনীতি থাকে। তারই সুত্র ধরে বিএসএফ সদস্যরা হয়ত নিষেধ করেছে। এ বিষয়ে দু’দেশের উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে যেহেতু দু’দেশের উচ্চ পর্যায়ে এ বিষয়ে স্বাক্ষরিত চুক্তিপত্র রয়েছে, সে হেতু অচিরেই ব্লক বসানো কাজ শুরু হবে বলেও তিনি জোর দিয়ে বলেছেন।

(বিএম/এএস/এপ্রিল ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test