E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনী প্রস্তুতি ও কোন্দল মেটাতে রায়পুরে বিএনপির সভা

২০১৭ এপ্রিল ১৯ ১২:১২:২৬
নির্বাচনী প্রস্তুতি ও কোন্দল মেটাতে রায়পুরে বিএনপির সভা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিছুটা আগেভাগেই কোন্দল মিটিয়ে দলকে একটি শক্তিশালী প্লাটফরমে নেওয়ার জন্য যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা করেছেন রায়পুর উপজেলা বিএনপি। মঙ্গলবার রাত ৮ টার দিকে পৌর শহরের গাজী মার্কেটের পিচনে দলীয় কর্যালয় এ আলোচনা সভা করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এডঃ মনিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপাস খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক রায়পুরের এমপি আবুল খায়ের ভূইয়া, উপজেলা বিএনপির সিনিয়নর সহ-সভাপতি হোসেন বাহাদুর, সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সম্পাদ আবদুর জাহের, উপজেলা যুবদল সভাপতি সফিকুল আলম আলমাস, সম্পাদ এমরান হোসেন, সংগঠিক সম্পাদক ফারহান হোসেন মিয়াজি, পৌর যুবদলের সভাপতি ইকবাল পাটোয়ারী, সম্পাদক নুরে হেলালা মামুন, উপজেলা ছাত্রদরের সভাপতি হাবিবুর রহমান সুজন, সম্পাদক আকবর হোসেন সম্রাট, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি কাউছার মোল্লা, সম্পাদক ওহিদ মৌসাল, পৌর সভাপতি মুকুল পাটোয়ারী, সম্পাদক বাবুসহ প্রমুখ। এসময় উপজেলা, পৌর, ইউনিয়নর ও ওয়ার্ড বিএনপি, যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবকদলের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি আবুল খায়ের ভূইয়া বলেন, আগামী নির্বাচনকে সামে রেখে তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টায় ও ইউয়িনর এবং ওয়ার্ডের না থাকা সকল কমিটিগুলো নতুন করে করার লক্ষে সভা সমাবেশ করা হচ্ছে। চলতি মাসের মধ্যে না থাকা সকল কমিটি ঠিক করে তাদের দায়িত্ব দেওয়া হবে মাঠে কাজ করার জন্য।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি এডঃ মনিরুল ইসলাম হাওলাদার বলেন, বর্তমান অবৈধ সরকার বিএনপিকে প্রকাশ্যে কোন সভা ও দলীয় কর্মকান্ড করতে দিচ্ছে না। তাই আগামী নির্বাচনে সামনে রেখে কার্যালয় যা দলীয় কার্যাক্রম করা যায় তাই করা হচ্ছে। বাহিরে কোন জনসভা করতে চাইলে প্রশাসন নানাভাবে বাধা ও আওয়ামীলীগের পক্ষ থেকে নেতাকর্মীদের ওপর নেমে আসে নানা হয়রানি ও নির্যাতন। যা আগামী নির্বাচনের জন্য বড় ধাক্কা হতে পারে।

(এমআরএস/এসপি/এপ্রিল ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test