E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝড়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বিদ্ধস্থ

২০১৭ এপ্রিল ২০ ১৩:২৭:১৯
ঝড়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বিদ্ধস্থ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বুধবার রাতের ঝড়ে ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় নির্মাণাধীন গ্যংট্রি ক্রেন ভেঙ্গে পড়ে ওয়ার্কশপ ভবন বিদ্ধস্থ হয়েছে। এছাড়া সাইট অফিসের নির্মাণাধীন গ্রীণ সিটি এলাকায় একটি গাছ ভেঙ্গে পড়ে ৭০ ফিট পুরাতন সীমানা প্রাচীর ভেঙ্গে পড়েছে।

প্রকল্প সূত্র জানায়, রাত সাড়ে দশটার দিকে রূপপুর এলাকায় প্রবল বেগে ঝড় শুরু হয়। প্রকল্পের কাজের জন্য রেল লাইনের উপর একটি সুদীর্ঘ গ্যাংট্রি ক্রেন রাশিয়ানরা নির্মাণ করছিল। বাতাসের প্রবল বেগে গ্যংট্রি ক্রেনটি স্বয়ংক্রিয়ভাবে চলতে চলতে এক পর্যায়ে ভেঙ্গে ওয়ার্কশপের উপর পড়ে। গ্যাংট্রি কেনের ওজনে মাটি দেবে যায় এবং ওয়ার্কশপটি বিধ্বস্থ হলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়।

প্রকল্প সূত্র আরো জানায়, ওয়ার্কশপ নির্মাণের কাজও শেষ পর্যায়ে ছিল। এভাবে প্রবল বেগে ঝড় হতে পারে রাশিয়ান টেকনিশিয়ানরা বুঝে উঠতে পারেননি। তবে অন্য একটি সূত্র জানায়, লাইনের উপর নির্মাণাধীন ক্রেন যাতে চলতে না পারে এজন্য প্রটেকশনের ব্যবস্থা রাখা উচিত ছিল।

এই ঘটনা কর্মরতদের গাফিলতির কারণে সংঘঠিত হয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। দেশের সর্ববৃহৎ এই প্রকল্পের কাজ অত্যন্ত সতর্কতার সাথে করা উচিত বলে তারা মনে করেন। টাকার অংকে ক্ষতির পরিমাণের হিসেব কেউ জানাতে না পারলেও ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সাইট অফিস এলাকায় নির্মাণাধীন গ্রীণ সিটির পাশে গাছ ভেঙ্গে পড়ে ৭০ ফিট সীমানা প্রাচীর বিধ্বস্থ হওয়াতেও অনেক ক্ষতি হয়েছে।

এদিকে সকালে সরেজমিনে প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, স্থাপনা নির্মাণ সংক্রান্ত সকল কাজ বন্ধ রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

(এসকেকে/এসপি/এপ্রিল ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test