E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রংপুর সুগার মিলে অনিয়ম-দুর্নীতি ও কাজে ফাঁকি

২০১৭ এপ্রিল ২০ ১৪:৪২:৫৭
রংপুর সুগার মিলে অনিয়ম-দুর্নীতি ও কাজে ফাঁকি

গাইবান্ধার প্রতিনিধি : বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের অধীন রংপুর চিনিকল ব্যাপক অনিয়ম দুর্নীতি ও কাজে ফাঁকির মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। সাহেবগঞ্জ ইক্ষু খামারে ব্যাপক অনিয়ম-অর্থ আত্মসাৎ, আখ ক্ষেতে সার ব্যবহার না করেই ভাউচার এবং নিরানীর বালাই নেই। আখের লক্ষমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা।

জানা গেছে, সাহেবগঞ্জ ইক্ষু খামারে প্রায় ১০৬৪ একর জমিতে ইক্ষু রোপন করা হয়েছে। প্রাপ্ত তথ্য মতে প্রতি একরে ১০০ কেজি টিএসপি ৪০ কেজি ইউরিয়া ও ৫০ কেজি এম.ও.পি সার প্রথম পর্যায়ে ব্যবহার করা হয়েছে। কিন্তু বাস্তবে প্রত্যক্ষ কাজের সঙ্গে জড়িত নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাহেবগঞ্জ ইক্ষু ফার্ম ম্যানেজার আলমগীর ও ৬ জন সিআইসিগণ যোগসাজসে রোপনের সময় নাম মাত্র ইউরিয়া টিএসপি এবং এম ওপি ব্যবহার করে বাকী বিক্রি করেছে।

সাহেবগঞ্জ বাণিজ্যিক ফার্মের ম্যানেজার আলমগীরকে সরাসরি তার কার্যালয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন আখ ক্ষেতে প্রচুর ঘাস (আগাছা) জন্মেছে। ৯টি ব্লকে এক সঙ্গে আগাছা নির্মূল করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সাঁওতালরা ইতিপূর্বে ফার্মে কাজ করত, প্রায় ১৫০ জন নিয়মিত।এখন তারা ফার্মের ক্ষতিসাধনের জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু কাজের জন্য লেবার বা শ্রমিক পাওয়া যায় না। সাহেবগঞ্জ বাণিজ্যিক ইক্ষু ফার্ম অরক্ষিত অবস্থায় থাকায় বহিরাগতরা আখের ক্ষেতে ঘাস কেটে নিয়ে যাচ্ছে এর জবাবে বলেন এরা ভালই করছে।

সরেজমিনে প্রত্যক্ষ করা গেছে অনেক ব্লকে সরবরাহকৃত সারের ছোয়া পর্যন্ত লাগেনি। মানুষ বলাবলি করছে সাহেবগঞ্জ বাণিজ্যিক ফার্ম এবং রংপুর চিনিকলে চাকুরী করলে বাড়ী হয়, গাড়ী হয়। অপরদিকে মিল প্রতি আখ মাড়াই মৌসুমে শত শত কোটি টাকা লোকসান হয়।

(এসআইআর/এসপি/এপ্রিল ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test