E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংবর্ধনা নিয়েই শিক্ষকদের ‘দুষলেন’ মন্ত্রী

২০১৪ জুন ২০ ১৮:৪৩:৪৮
সংবর্ধনা নিয়েই শিক্ষকদের ‘দুষলেন’ মন্ত্রী

স্টাফ রিপোর্টার : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ‘মানহীন’ শিক্ষার জন্য শিক্ষকদের দুষলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়কমন্ত্রী মোস্তাফিজুর রহমান।

শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির অনুষ্ঠানে শিক্ষকদের এ দোষ দিলেন তিনি।

এর আগে সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্ধিরাকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন।

মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, ‘শিক্ষাকে যেন এগিয়ে নিতে পারি সেজন্যই আপনারা। আমরা শতভাগ ঝরে পড়া কমিয়ে ফেলেছি।

তারপরও বলা হচ্ছে ‘মানসম্মত’ শিক্ষা হচ্ছে না। আমি সাক্ষ্য দিয়ে বলছি, মানসম্মত শিক্ষা হচ্ছে না।’

মন্ত্রী দুইটি প্রাথমিক বিদ্যালয়ের উদাহরণ দিয়ে বলেন, একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে ১৮ জন বাচ্চা। সেখানে ‘ক্লাস’ আর ‘টু’ বানান করতে বলা হয়েছে। একজন মাস্টারের বাচ্চা সেটা পেরেছেন। আর একজন বললেন টি ও- টু।’

(ওএস/এটিআর/জুন ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test