E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে ৪২ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই !

২০১৭ এপ্রিল ২৩ ১৪:৫০:৫৭
মদনে ৪২ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই !

আল মাহবোব আলম, নেত্রকোনা : নেত্রকোনার মদন উপজেলার সরকারি ৪২ টি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই বিদ্যালয় গুলোতে দাপ্তরিক কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে। একই সঙ্গে বেশ কিছু বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূণ্য থাকায় বিদ্যালয় গুলোতে র্দীঘদিন ধরে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে অপর দিকে লেখাপড়ার মান ক্রমশই হ্রাস যাচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ৪৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৪৪টি নব্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ সৃষ্টি হয়নি। এরমধ্যে সরকারি ১০টি ও জাতীয়করণকৃত ৩১টি মোট ৪২টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ১২টি সহকারি শিক্ষকের পদ শূণ্য রয়েছে। শিক্ষক শূন্যতার কারণে বেশ কয়েকটি বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীকে ২জন শিক্ষক দিয়েপাঠদান চালানো হচ্ছে।

প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয় গুলোতে সহকারি শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করে পরিচালনা করা হচ্ছে। ফলে দাপ্তরিক কাজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা।

অভিভাবকরা জানান, অতিরিক্ত ক্লাসের চাপ ও শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় শিক্ষকরা চাইলেও পাঠদানে মনোযোগী হতে পারছেন না। এ অব্যস্থায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গতি ফিরিয়ে আনতে অবিলম্বে শূন্য পদ গুলো পূরণের দাবী জানান তারা।

বিভিন্ন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা জানান, প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষকের পদ শূন্য থাকায় শ্রেণীতে পাঠদানে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের বাড়তি ক্লাস নিতে হচ্ছে। আবার দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে থাকলে তার ক্লাসটিও নিতে হয় অন্য শিক্ষককে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, প্রধান শিক্ষকদের পদন্নোতির জঠিলতায় পদ গুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্র্তৃপক্ষ অবগত আছেন। আশাকরি শীঘ্রই শিক্ষক সংষ্কট কেটে যাবে।

(এএমএ/এসপি/এপ্রিল ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test