E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সকল জেলা রেল যোগাযোগের আওতায় আনা হবে’

২০১৭ এপ্রিল ২৫ ১৫:১২:১৪
‘সকল জেলা রেল যোগাযোগের আওতায় আনা হবে’

ঝিনাইদহ প্রতিনিধি : দেশের সকল জেলা রেল যোগাযোগের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। মঙ্গলবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে নবনির্মিত প্লাটফর্ম এবং হাই লেভেল প্লাটফর্মের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খুলনা থেকে দর্শনা পর্যন্ত রেল লাইন ডবল লাইনে উন্নীত করা হবে। এতে রেল ভ্রমণে সময় কম লাগবে ও আরামদায়ক হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনিই প্রথম রেলপথ মন্ত্রণালয় গঠন করেন। তারপর থেকে দেশে রেলওয়ের ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের প্রধান চলাচলের ব্যবস্থা হলো রেলপথ। তাই রেলের উন্নয়নে দেশের মানুষ যাত্রী সেবা পাচ্ছে।

রেলপথ মন্ত্রী বলেন, বিএনপির আমলে রেলে ৫০০ কোটি টাকা বরাদ্দ ছিল। সেখানে আমরা ক্ষমতায় আসার পর বর্তমানে রেলের বরাদ্দ দেয়া হয়েছে সাড়ে ১১ হাজার কোটি টাকা।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলওয়ে পশ্চিমাঞ্চলের রাজশাহীর মহাব্যবস্থাপক খায়রুল আলম, ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন ।

(ওএস/এসপি/এপ্রিল ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test