E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি খামার রক্ষা সমিতির মানববন্ধন

২০১৭ এপ্রিল ২৫ ১৫:২৭:৩৬
বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি খামার রক্ষা সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : ২৫ এপ্রিলসকালসাড়েনয়টায়দাউদকান্দিতে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি খামার রক্ষা সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন স্থানীয় পোল্ট্রির খামারীরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি প্রেসক্লাব সমুক্ষে আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি খামার রক্ষা সমিতির উদ্যোগে স্থানীয় পোলট্রি খামারীরা মানববন্ধন করেন। পরে তারা প্রাণিসম্পদ মন্ত্রীর উদ্দেশ্যে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকতার নিকট তাদের ১০ দফা দাবি উল্লেখ করে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন মানববন্ধনে উপস্থিত হন কবি-কলামিস্ট ও সমাজকর্মী মো.আলী আশরাফ খান, সাংবাদিক আব্দুর রহমান ঢালী,শহিদ উল্লাহ সাদা, গৌরীপুর পুলিশফাঁড়ির উপ-পরিদর্শক ইয়ামিন, দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা নাসির উদ্দিন, সাইফুল ইসলাম স্বপন, রাজিব আহমেদ প্রমুখ।

বাংলাদেশের প্রান্তিক পোল্ট্রি খামার রক্ষা সমিতির জাতীয় সমন্বকারী কাজী মুস্তাফা কামাল’র আহ্বানে সাড়া দিয়ে উক্ত মানববন্ধনে দাউদকান্দি উপজেলার বিভিন্ন প্রান্ত হতে অংশ নেন, ওই কমিটির সভাপতি আব্দুল মতিন বেপারী, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ ভূঁইয়া, সত্য প্রিয় দাস, কাজী রিপন, রিপন দাস, মতিন পাটোয়ারী, জাহাঙ্গির আলম, মামুন মিয়া, কৃষক নেতা ফয়েজ আহমেদ, হাকিম ভুইয়া , রফিকুল ইসলাম, মামুন মিয়া, সুমনসহ অন্যান্য খামারিরা।

(এলকে/এসপি/এপ্রিল ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test