E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

শিরোনাম:

সবার জন্য শিক্ষা এবং মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা

২০১৭ এপ্রিল ২৭ ১৫:৫৫:৫৫
সবার জন্য শিক্ষা এবং মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : “সবার জন্য শিক্ষা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রচার অভিযান’এর অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএডিসির হলরুমে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেসরকারি সংস্থ্যা ওয়ার্প এর নির্বাহী পরিচালক আবেদ উদ দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আহমেদ। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য শিক্ষা বিষয়ক গ্লোবাল ক্যাম্পেইন সপ্তাহ’র এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো গণসাক্ষরতা অভিযান।

(এসএইচএম/এএস/এপ্রিল ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test