E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় বুড়া কালিমাতার পুজা মন্ডপে ভোট গ্রহন সম্পন্ন

২০১৭ এপ্রিল ২৮ ২০:৪৮:২০
নওগাঁয় বুড়া কালিমাতার পুজা মন্ডপে ভোট গ্রহন সম্পন্ন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের ঐতিহ্যবাহী বুড়া কালিমাতার পুজা মন্ডপ পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। ২১টি পদে দু’টি প্যানেলে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোট ৬২১ জন ভোটারের মধে নারী ভোটারের সংখ্যা ৬৯জন। এই ভোট গ্রহনকে কেন্দ্র করে সকাল থেকেই বুড়া কালি মাতার পুজো মন্ডপ প্রাঙ্গন ভোটারদের পদচারনায় ছিল উৎসবমুখর।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। নারী-পুরুষ সমন্বয়ে পুলিশের চৌকষ দল ভোট কেন্দ্র তথা পুজো মন্ডপ এলাকায় মোতায়েন করা হয়। মন্ডপ সংলগ্ন কালিতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পুলিশ সদা সতর্কাবস্থায় রয়েছে। সেখানে উপস্থিত সাবেক পৌর মেয়র সুনীল কুমার সাহা (মন্ডল) জানান, এবারেই প্রথম বারের মত এই ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যালটের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় ভোটাররা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফুর্তভাবে ভোট প্রদান করছে। তবে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটার কোন অবকাশ নেই। ভোট গ্রহন শেষে গননা শুরু হয়েছে বলে জানান তিনি।

(বিএম/এএস/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test