E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে প্রমথ চৌধুরীর স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে মতবিনিময়

২০১৭ এপ্রিল ২৮ ২০:৫৬:৪৩
চাটমোহরে প্রমথ চৌধুরীর স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে মতবিনিময়

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা চাটমোহর উপজেলার হরিপুরে প্রমথ চৌধুরী সংগ্রহশালা, লাইব্রেরীসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ ও তাঁর স্মৃতি সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাবনার উপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপমহাদেশের বাংলা সাহিত্যের চলিত ভাষায় গদ্য রীতির প্রবর্তক প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটায় ১৯ এপ্রিল অবৈধ দখরদারদের উচ্ছেদ করে ৩ একর জায়গা দখলমুক্ত করে প্রশাসন।

শুক্রবার সকালে পাবনার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বসাধারণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো।

বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, সিনিয়র এএসপি (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, প্রধান শিক্ষক আলতাব হোসেন,ইউপি ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, রকিবুর রহমান টুকুন, কেএম বেলাল হোসেন স্বপন, প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ইকবাল কবীর রঞ্জু, সাধারণ সম্পাদক অ্যাড.আব্দুল মমিন, বেসরকারি গণ-গ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রমূখ। সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।

জেলা প্রসাশক বলেন, আমরা প্রমথ চৌধুরীকে হারাতে চাইনা, সে আমাদের গর্ব, আমাদের সম্পদ। তাঁর স্মৃতি সংরক্ষণ করতে হবে, যাতে প্রজন্ম থেকে প্রজন্মকে আকৃষ্ট করা যায়। এতে সারা বিশ্বের মানুষ আকৃষ্ট হবে। চাটমোহরবাসী গুনীর কদর দিয়েছেন। একটি মহৎ কাজ করেছে। প্রমথ চৌধুরীর স্মৃতি রক্ষার্থে সরকারি সব রকম সহায়তা করা হবে। তিনি আরো বলেন, প্রমথ চৌধুরীর স্মৃতি রক্ষার জন্য আপনারা যে সকল দাবি করেছেন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। এটার জন্য একটা সংরক্ষণ কমিটি, একটা বাস্তবায়ন কমিটি, একটি মনিটরিং সেল গঠণ করাসহ সাব-কমিটি গঠণ করতে হবে। এটাকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তুলতে হবে।

(এসএইচএম/এএস/এপ্রিল ২৮, ২০১৭)


পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test