E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন

২০১৭ এপ্রিল ৩০ ১৪:৩০:১০
টাঙ্গাইলে ৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে উচ্চ শিক্ষাসহ ৪ দফা দাবি আদায়ে ম্যাটস্ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নোয়াখালি, বাগেরহাট, রাজশাহী, বগুড়া ও টাঙ্গাইলে পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

রবিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করে টাঙ্গাইল ডিপ্লোমা চিকিৎসকদের (ডিএমএফ ডিগ্রী) জাতীয় সমস্যা দূরীকরণ আহবায়ক কমিটি। শিক্ষার্থীদের ৪ দফা দাবীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন অনুযায়ী উচ্চ শিক্ষা। মেডিকেল এডুকেশন বোর্ড গঠণ ও ১৬ মার্চ ২০১৭ অতিরিক্ত গেজেট সংশোধন। পদসৃষ্টি ও নিয়োগ বাস্তবায়ন। ইন্টার্নশীপ ভাতা প্রদান। অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় দশম গ্রেড এ উন্নিত করন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মেডিকেল ডিপ্লোমা এডুকেশন এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, ডিপ্লোমা ইন্টার্নি ডক্টর এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শুভ কুমার বিশ্বাস, ৪ দফা দাবী বাস্তবায়ন কমিটি টাঙ্গাইল জেলা শাখাসহ বিভিন্ন ম্যাটস্ এর শিক্ষার্থীবৃন্দ।

দাবিকৃত ৪ দফা বাস্তবায়ন না হলে আগামীতে তারা চাকরি জীবি ও ইন্ট্রানিরত চিকিৎসকরা কর্মবিরতিসহ বিভিন্ন কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন।

(এনইউ/এসপি/এপ্রিল ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test