E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিশু কন্যাকে হত্যার অভিযোগে বাবা আটক

২০১৭ এপ্রিল ৩০ ১৫:১৭:১৯
শিশু কন্যাকে হত্যার অভিযোগে বাবা আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ঝবঝবিয়া গ্রামে আছিয়া খাতুন নামে ছয় মাস বয়সী এক কন্যা শিশুকে হত্যার অভিযোগে তার পিতাকে আটক করেছে। স্বামীর বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন শিশুটির মা শিরিন আক্তার।

রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হযরত আলীকে (৪৫) গ্রেফতার করেছে। হযরত ওই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে।

শিশুটির মা শিরিনি আক্তার অভিযোগ করে বলেন, ভোরে আমার সুস্থ মেয়েকে ঘরে রেখে ধান সিদ্ধ করার জন্য উঠানে যাই। কিছুক্ষণ পর ঘরে গিয়ে দেখি আমার মেয়ের (আছিয়া) নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং মৃত অবস্থায় পড়ে আছে। এসময় আমার স্বামী তার পাশে শুয়ে ছিল। আছিয়াকে তার স্বামী (হযরত আলী) হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানা গেছে, পেশায় কৃষক হযরত আলীর চতুর্থ স্ত্রী শিরিন আক্তার। এর আগে হযরতের প্রথম স্ত্রী মারা যান এবং পরের দু’জনকে তালাক দিয়ে শিরিন আক্তারকে বিয়ে করে সে। সবপক্ষ মিলিয়ে এক ছেলে ও আছিয়া সহ তিন কন্যা সন্তানের জনক হযরত আলী। আগের পক্ষের দু’টি মেয়ে ও শিরিন আক্তারের আবারও কন্যা সন্তান (আছিয়া) ভূমিষ্ট হওয়ার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ লেগে থাকতো।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পিতা হযরত আলীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

(এসএইচএম/এসপি/এপ্রিল ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test