E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় ব্রিজ ভেঙ্গে ২০শিশু শিক্ষার্থী আহত

২০১৭ মে ০১ ১৪:২২:১৭
গলাচিপায় ব্রিজ ভেঙ্গে ২০শিশু শিক্ষার্থী আহত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের পানখালী খালের ওপরের স্লিপার ব্রিজটি রোববার বিকালে হঠাৎ ভেঙ্গে পড়েছে। এ সময় ব্রিজের ওপর দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ৪০-৫০ শিশু শিক্ষার্থী পারাপার হচ্ছিল। ব্রিজ ভেঙ্গে অন্তত ২০ জন শিশু মারাত্মক আহত হয়েছে। আহত দুই শিশুকে গলাচিপা হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুদের আর্তচিৎকারে এলাকার মানুষ ঝাপিয়ে পড়ে  খালের পানিতে পড়া শিশুদের উদ্ধার করে।

স্থানীয়রা অভিযোগ করেন, গত নভেম্বর মাসে উপজেলা প্রকৌশল দফতর থেকে ওই স্লিপার ব্রিজটি মেরামত ও সংস্কার করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১ লাখ ৭৯ হাজার। পিআইসি’র মাধ্যমে এ ব্রিজটি সংস্কার করা হয়।

পিআইসি সভাপতি বজলুর রহমান দাবি করেন সিডিউল অনুযায়ী মেরামত করা হয়েছে। অপরদিকে এলাকাবাসীর অভিযোগ, এ ব্রিজটি সংস্কারে পুকুর চুরি করা হয়েছে। ফলে মেরামতের অল্প সময়ের মধ্যে ব্রিজটি ভেঙ্গে পড়ায় লোকজন তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

এলাকাবাসী জানায়, পানখালী খালের ওপরের আয়রন স্ট্রাকচারের ওই স্লিপার ব্রিজটি উত্তর পানখালী, দক্ষিণ পানখালী, কালারাজা, হরিদেবপুরসহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। প্রতিদিন ব্রিজ দিয়ে দেড়-দুই হাজার মানুষ পার হয়। এছাড়া, দক্ষিণ পানখালীতে ব্রিজের একপ্রান্তে রয়েছে একটি সরকারী প্রাথমিক, একটি মাধ্যমিক বিদ্যালয়, দু’টি মাদ্রাসা ও একটি বাজার। অপর প্রান্তের উত্তর পানখালীতেও রয়েছে একটি মাদ্রাসা। দুই পারের হাজারের বেশি ছাত্রছাত্রী ব্রিজ পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে।

পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নেছারউদ্দিন জানান, বিকট শব্দে আকস্মিক ব্রিজটি ভেঙ্গে পড়ে। আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে আসায় বড় ধরণের বিপদ থেকে সৌভাগ্যক্রমে রাস্তা পাওয়া গেছে। তারপরেও তার বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী তানজিলা ও স্বর্ণাকে হাসপাতালে পাঠাতে হয়েছে। এছাড়া তানিয়া, মিতু, তানজিলা-২, সজিব,রাফিয়া, মরুফা, সাথী, রিপা রানী, জাফরসহ ১৮ শিশু শিক্ষার্থীকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ব্রিজ ভেঙ্গে পড়ার খবর পেয়ে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা চরম উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন। কেউ কেউ সন্তানদের ধরে কেঁদেও ফেলেছেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা পানখালী পাঞ্জাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম জানান, এলাকার গুরুত্বপূর্ণ এ ব্রিজটি মেরামতে কর্তৃপক্ষ চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন।

পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিনসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন, ব্রিজ অবিলম্বে মেরামত না হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও এলাকাবাসী যাতায়াতে চরম সংকটে পড়বে।

এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটির কেবল কয়েকটি স্লাব পাল্টানো হয়েছে আর নতুন রঙ করা হয়েছে। নিচের বিম হিসাবে ব্যবহৃত রেলের স্লিপার অনেক আগেই জরাজীর্ন ছিল। এসব কিছুই পরিবর্তন না করে যেনতেন ভাবে কাজ করায় ব্রিজটি ভেঙ্গে পড়েছে।

মেরামতের তিন-চার মাসের মাথায় ব্রিজ ভেঙ্গে পড়া প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদারের সঙ্গে বারবার চেষ্টা করেও কথা বলা যায় নি। তার মোবাইল ফোন ঘটনার পর থেকেই বন্ধ পাওয়া যায়।


(এসডি/এসপি/মে ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test