E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে ৩ শিক্ষার্থী বহিস্কার, কলেজে ব্যাপক ভাংচুর

২০১৪ এপ্রিল ১০ ১৬:৪৬:২২
হবিগঞ্জে ৩ শিক্ষার্থী বহিস্কার, কলেজে ব্যাপক ভাংচুর

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে এইচএসসি পরীক্ষায় ৩ শিক্ষার্থীকে বহিস্কার ও নকল করতে না দেয়ায় সরকারি মহিলা কলেজে ব্যাপক ভাংচুর করেছে উচ্ছৃঙ্খল শিক্ষার্থীরা। এ সময় তারা একটি প্রাইভেট কার ভাংচুর করে। এ ঘটনায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

কলেজ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা চলছিল। এ সময় কয়েকজন যুবক বইয়ের পাতা ছিড়ে আনা কাগজ দেখে নকল করার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে দায়িত্বরত শিক্ষকরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। হাতেনাতে নকল ধরে ৩ জনকে বহিস্কার করা হয়। তারা হচ্ছে- সরকারি বৃন্দাবন কলেজের ইসরাত জাহান সিফা, আব্দুল বাছির ও কবির কলেজিয়েট একাডেমীর কৃষ্ণ ধন চৌধুরী। পরীক্ষা শেষ হওয়ার পর দুপুর দেড়টার দিকে অতর্কিত হামলায় চালায় একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থী। এসময় তারা ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর করে। তাদের তাণ্ডবে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে কলেজের বিভিন্ন কক্ষে আশ্রয় নেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
(পিডিএস/এএস/এপ্রিল ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test