E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ লক্ষ টাকার সরকারি  রাজস্ব ফাকি

অবৈধ ভিওআইপি ও হুনডির ব্যবসা করছে আসাদুল

২০১৭ মে ০২ ১৫:৪০:০৬
অবৈধ ভিওআইপি ও হুনডির ব্যবসা করছে আসাদুল

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নান্দুরিয়া চক বাজার গ্রামের আব্দুল জলিলের ছেলে আসাদুল মিয়া অবৈধভাবে ভিওআইপি ও হুনডির ব্যবসা করছে। এতে করে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে। সে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে ভিওআইপি, হুনডি ও সার্ভারের মাধ্যমে বিকাশের ব্যবসা পরিচালনা করছে।

সরেজমিনে আসাদের বাড়ীতে গিয়ে দেখা যায়, ঘরের ভিতর ৩টি কম্পিউটার ও ৫টি মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাামাদি। সে বাড়ির ভিতরে ইন্টারনেটের ব্রডব্যান্ডের সংযোগ এবং পিডিবি ও পল্লী বিদ্যুতের দু’টি বিদ্যুৎ সংযোগ নিয়ে তার এ অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। সে সরকারের চোখ ফাকি দিয়ে ঘরে বসেই তার সকল কার্যক্রম পরিচালনা করে থাকে।

এ বিষয়ে আসাদুলের নিকট জিজ্ঞাসা করলে প্রথমে সে নিজেকে বিকাশ এজেন্ট পরিচয় দিলেও পরে তার অবৈধ ইন্টারনেটের মাধ্যমে ভিআইপ ও হুনডির ব্যবসার কথা স্বীকার করে।

স্থানীয় একটি সূত্র জানায়, ৩বছর পূর্বে আসাদুলের পারিবারিক অবস্থা অস্বচ্ছল ছিল কিন্তু সে এ অবৈধ ব্যবসা করে রাতারাতি কোটি পতি বনে গেছে।

আসাদুলের চাচা বাদশা, ও বেল্লাল হোসেন বলেন, কম্পিউটারে কন্ট্রোল প্যানেলের মাধ্যমে বিদেশ থেকে রেসেলার মাধ্যমে ফ্লেক্সিলোড ও বিকাশের মাধ্যমে লেনদেন করে বলে জানে।

অপর একটি সূত্র জানায়, ২০০৬ সাল থেকে সে অবৈধভাবে এই ব্যবসা চালিয়ে আসছে।

আসাদুলের ছোট ভাই আল আমীন জানায়, আমার চাচা আজাহারুল বিদেশ থেকে এসে আমাদের এ ব্যবসায় সম্পৃক্ত করে। প্রায় ২ বছর আগে স্থানীয় পুলিশ প্রশাসন তার অবৈধ ব্যবসার সরঞ্জমাদি জব্দ করে পরে রহস্যজনক কারণে ছেড়ে দেয়। সে সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা পরিচালনা করে।

এলাকাবাসী জানায়, সে অবৈধ আয়ের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন মোটর সাইকেল ক্রয় করে সৌখিন জীবন যাপন করে। তার এই অবৈধ আয়ের উৎস নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসি আরও জানান, অবৈধ ব্যাবসার কারনে সে বাজারে দোকান না বসিয়ে বসত বাড়ির নিজ ঘরে কম্পিউটার বসিয়ে ব্যাবসা পরিচালনা করছে।

এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার্স ইসচার্জ জানান, আমি আগে জানতাম না এখন অবগত হলাম। আমি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

(আরকেপি/এসপি/মে ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test