E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ৩

২০১৭ মে ০২ ২২:৪৪:০২
কলাপাড়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ৩

কলাপাড়া প্রতিনিধি : মুখোশপরা একদল সশস্ত্র সন্ত্রাসীর অতর্কিত হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহত অভি গাজী (২৬) কলাপাড়া ছাত্র কল্যাণ ক্লাবের সভাপতি ও টিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সশস্ত্র হামলা আহত তার দুই সহযোগী কোয়েল (২৮), আহাম্মদ উল্লাহ (২৭) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও  চলবিদ্ধ হয়ে চা দোকানী পপি বেগম (৩০) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কালভার্ট এলাকায় সোমবার রাত সাড়ে সাতটায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা অভি গাজী প্রতিদিনের মতো তার বন্ধুদের নিয়ে কালভার্ট এলাকায় বসেছিলো। এ সময় হঠাৎ করে চারিদিক থেকে মুখোশপড়া ৮-১০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর হামলা করে মাত্র ১০ মিনিটের মধ্যে নৃশংসভাবে কুপিয়ে পালিয়ে যায়।

এ সময় দোকানে বসা অবস্থায় সন্ত্রাসীদের নিক্ষেপ করা চলে চা দোকানী পপি বিদ্ধ হয়। আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে রাতেই তাদের বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হলে রাত আড়াইটায় অভি মারা যায়।

কলাপাড়া হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত অভির শরীরে অন্তত ৩০টি ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থান থেকে অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে তার মৃত্যু হয়েছে। তবে অপর আহতরা এখন আশংকামুক্ত বলে জানা যায়।

নিহত অভির পিতা টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কবির গাজী অভিযোগ করেন, পারিবারিক ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুমন গাজীর নেতৃত্বে সন্ত্রাসীরা তার ছেলেকে হত্যা করছে। তিনি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, পারিবারিক বিরোধের কারণে গাজী পরিবারে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ হত্যার ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

(এমকেআর/এএস/মে ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test