E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম

২০১৭ মে ০৩ ১৪:৩৮:২৯
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় সাতজনের মধ্যে চারজনেরই বাড়ি টাঙ্গাইলের গোপালপুর ও ধনবাড়ী উপজেলায়।

নিহত পরিবারগুলোতে চলছে শোকের মাতম। শেষ বারের মত দেখতে ছুটে আসছেন স্বজনরা। নিহতের মধ্যে দুইজন ছিল পরিবারের একমাত্র আশার আলো।

সামনের মাসেই ডিগ্রি পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি নিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন চন্দন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বাড়িতে আসার আগেই সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল চন্দনের প্রাণ। বাবা-মায়ের একমাত্র আশা ভরসা ছিল চন্দনকে ঘিরে।

এদিকে ধনবাড়ীর আব্দুর রহিম করতো চায়ের দোকান। তার সল্প আয়ে চলতো পরিবারের সদস্যরা। তার মৃত্যুতে পরিবারের বাকী সদস্যরা দেখছে অন্ধকার।

চন্দন ও রহিমের মত আসমা বেগম ও শান্তা বেগমের বাড়ীতেও চলছে শোকের মাতম।

উল্লেখ্য, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইলে যাত্রীবাহি বাস খাদে পড়ে সাতজন নিহত হয়। এতে আহত হয়েছেন অন্তত ২৫জন বাস যাত্রী। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

(এনইউ/এসপি/মে ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test