E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশ্রায়ন প্রকল্পের বসবাসকারী জনগণ

দুর্গাপুরে ও এম এস পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ

২০১৭ মে ০৩ ১৪:৪২:৩৮
দুর্গাপুরে ও এম এস পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : দুর্গাপুর পৌর শহরের ৫নং ওয়ার্ডের সুসং আশ্রায়ন প্রকল্প ও দক্ষিণ পাড়া আশ্রায়ন প্রকল্পের ৬৫০ টি পরিবারের শত শত নারী পুরুষ পুনরায় ও এম এস চালুর দাবীদে বিক্ষোভ করেছে উপজেলা চত্ত্বরে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এই বিক্ষোভ কর্মসূচী করে আশ্রায়ন প্রকল্পের বসবাসকারীরা। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন অক্তার, ৫নং পৌর কাউন্সিলর মোঃ মতিউর রহমান বিক্ষুব্ধ জনতাকে শান্তনা দিয়ে বলেন, কোন লোকই খাদ্যোর অভাবে মারা যাবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ বলেন, ইতিমধ্যে বিশেষ ভিজিএফ চালু করা হয়েছে প্রতিটি ইউনিয়নে। যেহেতু আকস্মিক দূর্যোগ হয়েছে তা কাটিয়ে উঠার জন্য সরকারের প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টরা তৎপর রয়েছেন।

যেহেতু ৩০ এপ্রিল পর্যন্ত ও এম এস চালু ছিল। মানুষ ১৫টাকা কেজি চাউল এবং ১৭টাকা কেজি আটা পেত। যেহেতু মে মাস থেকে এটা বন্ধ হয়েছে এবং এই পৌরসভার ৫০% লোক কৃষি নির্ভর। স্থানীয় সংসদ সদস্য সহ জেলা পর্যায়ে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। আশা করছি কিছু একটা হবে।


(এনএস/এসপি/মে ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test