E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১৫

২০১৭ মে ০৩ ১৫:২৯:৪৭
ঝিনাইদহে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা বিএনপির দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিনিধি সভা চলার সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে পৌর কমিউনিটি সেন্টারে প্রতিনিধি সভা শুরু হয়। এরপর সভার সভাপতি স্বাগত বক্তব্য রাখেন । সভার প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন সূচনা বক্তব্য দেন।

এরপর কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের সর্মথকরা সভাস্থলে ঢোকার চেষ্টা করে। এ সময় মসিউর রহমানের সমর্থকরা বাধা দেয়।এতে বিক্ষুব্ধ হয়ে আসাদ সমর্থকরা পৌর কমিউনিটি সেন্টারে ইটপাটকেল ছুড়ে গ্লাস ও চেয়ার ভাঙচুর করে। এ সময় উপস্থিত মসিউর সমর্থকরাও পাল্টা হামলা করে। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালে সভাস্থলে এক পক্ষ অন্য পক্ষের বিপক্ষে স্লোগানও দেয়। সংঘর্ষের কারণে সভা কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার শুরু হয়।

প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে রয়েছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু , কেন্দ্রীয় জাসাস সভাপতি মনির খান, প্রাক্তন এমপি আব্দুল ওহাব, প্রাক্তন এমপি শহিদুজ্জামান বেল্টু, সহ সাংগঠনিক সম্পাদক অমিত প্রমুখ।

(ওএস/এএস/মে ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test