E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় জুয়ার আসর থেকে আটক ২৭

২০১৭ মে ০৪ ১১:৩০:১৭
মাগুরায় জুয়ার আসর থেকে আটক ২৭

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার দূর্গম চর কালিশংকরপুরে অশ্লীল নৃত্য-গান, জুয়া ও মাদকের আসরে অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত পৌনে ১২টা থেকে ভোর পৌনে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

এ সময় ৩৮টি মোটরসাইকেল ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। জুয়ার আসরসহ আস্তানা আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, কালিশংকরপুর গ্রামের কবির হোসেন, তার ছেলে নাজমুল ও একই গ্রামের নান্নু মিয়া মধুমতি নদীর দূর্গম চর কালিশংকরপুর এলাকায় ১২ বছরের বেশি সময় ধরে অশ্লীল নৃত্য-গান, জুয়া ও মাদকের আসর চালিয়ে আসছিলেন।

মাগুরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইনামুল হক জানান, বুধবার দিবাগত রাতে চর কালিশংকরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই জায়গায় একটি বড় তাবুর নিচে প্রায় চার শতাধিক বিভিন্ন বয়সের লোকজন টিকিট কেটে অশ্লীল নাচগান দেখছিলেন। তাবুর পাশেই কমপক্ষে ১০টি জুয়ার কোর্টে কয়েকশ লোক জুয়া খেলছিলেন। সামনের পূর্ব পাশে চলছিল মাদকের আসর।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই একযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ আস্তানার অন্যতম আয়োজক নাজমুল ও নান্নু মিয়া এবং দর্শক ও জুয়া খেলার অপরাধে ১৯ জন পুরুষ ও ৮ জন নারীকে আটক করে। তবে মূলহোতা কবির হোসেন পালিয়ে গেছেন বলে পুলিশ জানায়। এ ছাড়া ৩৮টি মোটরসাইকেল জব্দ করে। এর মধ্যে কয়েকটি চোরাই মোটরসাইকেল রয়েছে।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই সালাউদ্দিন জুয়া ও অশ্লীল নৃত্যের আসর বসানো ও তাতে অংশ নেওয়ার অভিযোগে আটক ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

মহম্মমদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরীকুল ইসলাম জানান, উপজেলার দক্ষিণ সীমান্তে মধুমতির চর কালীশংপুরের এক পাশে ফরিদপুরের আলফাডাঙ্গা অন্যপাশে নড়াইলের লোহাগড়া। দুর্গম হওয়ায় এখানে অভিযানে সফল হওয়া যাচ্ছিল না। অবশেষে আস্তানাটি গুড়িয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ।

(ওএস/এএস/মে ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test