E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে ব্যবসায়ীর চোখ উপড়ে হত্যার চেষ্টা

২০১৭ মে ০৪ ১৩:২২:৫৪
কালকিনিতে ব্যবসায়ীর চোখ উপড়ে হত্যার চেষ্টা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ী ইউনিয়নের মধ্যচর গ্রামের নুরুল হক মৃধার ছেলে ও ইউপি সদস্য খবির মৃধার বড় ভাই পান ব্যবসায়ী মো. কবির মৃধাকে (৪৫) অপহরণের পর দুই চোখ উপড়ে ফেলে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

বুধবার সন্ধ্যা ৭ টায় অপহরণের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে কালকিনির বাশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে থেকে উদ্ধার করে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কালকিনি থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।

পুলিশ ও ভুক্তভোগি কবির মৃধা জানায়, কালকিনির খাসেরহাট লঞ্চঘাট থেকে পান নিয়ে ঢাকা যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। পরে বাশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে এনে সন্ত্রাসীরা তার দুই চোখ এলোপাথারীভাবে কুপিয়ে ও খুচিয়ে তুলে ফেলে হত্যার চেষ্টা করা হয়।

এ সময় পুলিশ বাশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে থেকে বরিশালের মুলাদী, শরীয়তপুরের ঘোসাইরহাট ও মাদারীপুরের কালকিনি থানার পুলিশ মিলে তাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জাতীয় চক্ষু হাসপাতাল ঢাকায় নেওয়া হয়।
এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

জাতীয় চক্ষু হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মো. মাহমুদুর রহমান জানায়, ধারালো ছুরি দিয়ে কুপিয়ে কবির মৃধার চোখ দুটি তুলে নিয়েছে।

এ ব্যাপরে শরীতপুরের ঘোসাইরহাট থানা অফিসার ইনচার্জ এটিএম মেহেদী মাসুদ বলেন, আমরা খবর পাওয়ার দুই ঘন্টা পরে আউলিয়ারচর থেকে কবির মৃধাকে উদ্ধার করি। পরে তাকে কালকিনি থানা পুলিশ নিয়ে যায়।

কালকিনি থানা অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা বলেন, কবির মৃধার অপহরণের খবর পেয়ে দ্রুত মুলাদী ও ঘোসাইরহাট থানার ওসিদের জানিয়ে আমরা তাকে উদ্ধার করি। খোজা খুজির ২ঘন্টা পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সেলিম হাওলাদার, সাইদুল বিশ্বাস ও জাহাঙ্গীর আকন নামের ৩ জনকে আটক করা হয়েছে।

(এএসএ/এসপি/মে ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test