E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছাত্রলীগ নেতা হত্যা: প্রতিবাদে মামলা, মানববন্ধন

২০১৭ মে ০৪ ১৪:২৮:১৪
ছাত্রলীগ নেতা হত্যা: প্রতিবাদে মামলা, মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতা অভি গাজী(২৬)কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপি থেকে আওয়ামীলীগে সদ্য যোগদানকারী গাজী আব্বাস উদ্দিন বাচ্চুকে প্রধান আসামী করে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা হয়েছে। নিহত অভির পিতা টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কবির গাজী বুধবার রাতে এ মামলা দায়ের করেছেন।

এদিকে ছাত্রলীগ নেতা অভিকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টায় কলাপাড়া আওয়ামী সেচ্ছাসেবকলীগের উদ্যেগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আঃ মোতালেব তালুকদার, পৌরসভার মেয়র ও পৌর আ’লীগ সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, প্রবীন আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন ব্যাপারীসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ মে রাতে পৌর শহরের মাদ্রাসা রোড কালভার্ট এলাকায় একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী অভিগাজীকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আরও তিনজন জখম হয়। ওই রাতেই অভিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটায় মারা যান।


(এমকেআর/এসপি/মে ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test