E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলছড়িতে ভূমি দস্যূদের নৈরাজ্য: মামলা হলেও গ্রেফতার নেই

২০১৭ মে ০৬ ১৫:১২:৪৫
ফুলছড়িতে ভূমি দস্যূদের নৈরাজ্য: মামলা হলেও গ্রেফতার নেই

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে ভূমি দস্যুতা ও নৈরাজ্য ঠেকাতে থানায় মামলা হলেও চিহ্নিত আসামীরা ধরা ছোঁয়ার বাহিরে থাকার সুযোগ পাচ্ছে। পুলিশের সামনেই প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গোপন শখ্যতা গড়ে ওঠায় পুলিশ নিস্ক্রীয় ভূমিকা পালন করছে।

শুক্রবার সকালে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ জানিয়েছেন উপজেলার পূর্ব কঞ্চিপাড়া গ্রামের কৃষক মাহবুবর রহমান (৪৮)।

লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, পূর্ব কঞ্চিপাড়া গ্রামের ছবির উদ্দিনসহ চিহ্নিত ভূমি দস্যুরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গত ১৫ এপ্রিল মাহবুবর রহমানের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৫৬ শতক জমিতে ভূট্টা আবাদের প্রায় ৭৫ মণ ফসল জোরপূর্বক কর্তন করে।

এসময় তার পরিবারের লোকজনের বাঁধা প্রদানের চেষ্টা করলে উক্ত চিহ্নিত ভূমি দস্যুরা তাদের উপর হামলা চালায়। দস্যূদের এলোপাথারিভাবে মারপিটে তিনজন আহত হয়।

মাহবুবর রহমান উল্লেখ করেন, আহতদের মধ্যে তার স্ত্রী ওমেদা বেগম শ্লীলতাহানির শিকার হয়। তার বস্ত্র হরণ পূর্বক শ্বাস রোধ করে হত্যার চেষ্টাও চলে। এসময় ঘটনার সাক্ষী ও পথচারিরাও খুন, জখমের ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

এ সুযোগে ভূমি দস্যূরা ৫৫ হাজার টাকা মূল্যের ভূট্টা ফসল কর্তন করে নিয়ে যায়। তিনি আরও উল্লেখ করেন, ভূমি দস্যূরা নালিশী সম্পত্তির শরিক ওয়ারিশ দাবি করে ইতোপূর্বে ফুলছড়ি সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন। কিন্তু বিজ্ঞ আদালতের রায়ে তা দোতরফা সূত্রে খারিজ আদেশ পাওয়া যায়। এই রায় দালিলিক প্রমাণের ভিত্তিতে মাহবুবর রহমানের পক্ষে ঘোষিত হলেও উক্ত আদেশ উপেক্ষা করে সংশ্লিষ্ট বাদি পক্ষ ভূমি দস্যূদের ছত্র ছাঁয়ায় নালিশী তফশীলভূক্ত জমি বেদখলের পায়তারায় লিপ্ত এবং বিভিন্ন নৈরাজ্যকর পরিস্থিতি অব্যাহত রেখেছে।

এমন পরিস্থিতিতে মাহবুবর রহমানের পৈত্রিক সম্পত্তি বেহাত হওয়ার উপক্রম হয়েছে। নিরাপত্তার অভাবে তার পরিবার নিজ ভূমিতে এখন পরবাসী হিসেবে আতঙ্কে বসবাস করছে। যা নিয়ে একাধিক গ্রাম্য সালিশেও কোন সুরাহা না হওয়ায় অবশেষে গত ১ মে ফুলছড়ি থানায় একটি এজাহার লিপিবদ্ধ করতে গিয়েও বিড়ম্বনার শিকার হন।

তবে ফুলছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতির হস্তক্ষেপে পূর্ব কঞ্চিপাড়া গ্রামের ছবির উদ্দিনসহ ৮ ভূমি দস্যূর নাম ঠিকানা উল্লেখ করে অভিযোগটি রেকর্ডভূক্ত হলেও আসামীরা বর্তমানে ধরা ছোঁয়ার বাহিরে থাকার সুযোগ পাচ্ছে।

ভূমি দস্যূদের গ্রেফতারে থানা পুলিশের কোন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। তাই তিনি এ ব্যাপারে রংপুর রেঞ্জের ডিআইজিসহ পুলিশের উর্ধ্বতন দপ্তরের হস্তক্ষেপ চেয়েছেন।

(এসআইআর/এসপি/মে ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test