E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে বিএনপি’র কর্মী সভায় পুলিশের লাঠিচার্জ, আহত ২৫

২০১৭ মে ০৬ ২০:৫৩:১৫
মাদারীপুরে বিএনপি’র কর্মী সভায় পুলিশের লাঠিচার্জ, আহত ২৫

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদরে বিএনপির যৌথকর্মী সভা, কালকিনি ও রাজৈরের পথ সভায় পুলিশ লাঠিচার্জে পন্ড হয়ে গেছে।

শনিবার এই ঘটনায় বিএনপির প্রায় ২৫ জন কর্মী আহত হয়েছে। এছাড়াও ২০ জন কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

দলীয়, স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা, উপজেলা ও পৌরসভার বিএনপি’র সকল অঙ্গসংগঠন নিয়ে এক যৌথ কর্মীসভার আয়োজন করে জেলা বিএনপি। সেই অনুযায়ী মঙ্গলবার পুলিশের কাছে জেলা বিএনপি’র পক্ষ থেকে অনুমতি চাওয়া হলে তা প্রত্যাহার হয়।

পরে শনিবার দুপুরে কর্মীসভার জন্য দলীয় লোকজন সদর উপজেলার চরমুগয়িরা এলাকায় একত্রে জড়ো হলে পুলিশ লাঠিচার্জ করে তা পন্ড করে দেয়।

এ সময় তাদের দলের প্রায় ১৫ কর্মী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় ১৬ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে কালকিনিতে শতাধিক মটরসাইকেল মহড়া নিয়ে এবিএম মাহাবুব সরদারের নেতৃত্বে উপজেলা থেকে মাদারীপুর বিএনপির কর্মি সভায় যাওয়ার পথে কালকিনি থানার সামনে পুলিশ লাঠিচার্জ করে।

এতে মো. মমিন বেপারী, হাসান শরিফ, আহম্মেদ খা, সুজন ভুইয়া, সুজন শিকদার ও হৃদয় শিকদারসসহ ১০ জন আহত হন।

অপরদিকে রাজৈর উপজেলার টেকেরহাট উত্তর পাড়ে শনিবার বিএনপির পথসভা পুলিশের বাধার মুখে পন্ড হয়ে যায়।

রাজৈর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সামচুল হক হাওলাদারের ছেলে আরিফ হাওলাদারের নেতৃত্বে টেকেরহাট বন্দরে নেতা কর্মীদের সংবর্ধনা ও পথ সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। পুলিশের বাধার মুখে তারা টেকেরহাট উত্তরপাড় পপুলার হাই স্কুল এন্ড কলেজের সামনে পথসভা শুরু করে। কিছুক্ষণ পর পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মানিক আকন, জামাল খোন্দকার, রাসেল শেখ ও আলামীন শেখ নামে ৪ জনকে আটক করে নিয়ে যায়।

জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক জামিনুর হোসেন মিঠু বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যৌথ সভার আয়োজন করেছিলাম। কিন্তু পুলিশ তাতে বাধা দেয়। আমাদের নেতা-কর্মীদের উপর লাঠি চার্জ করে।

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খাঁন জানান, আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাবেশ করছিল। হঠাৎ পুলিশ এসে তাদের ধাওয়া দিয়ে আমাদের পথসভা পন্ড করে দেয়। একটা গণতান্ত্রিক দেশে। এগুলো মেনে নেওয়া যায়না।

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, বিএনপির লোকজন রাস্তা বন্ধ করে পথসভা শুরু করে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়ে রাস্তা পরিস্কার করে যান চলাচলের উপযোগী করে।

মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের সভা করতে দেয়া হয়নি।

উল্লেখ্য, মাদারীপুরে যৌথ সভায় ঢাকা থেকে বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকন, নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খাঁন মাদারীপুরে বিএনপির যৌথকর্মী সভায় যোগ দিতে আসেন।

(এএসএ/এএস/মে ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test